ফরিদগঞ্জে ইউপি সদস্য কর্তৃক অসহায় মহিলাকে মাইরধরে থানায় অভিযোগ

  • আপডেট: ১২:১২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
  • ২৫

ফরিদগঞ্জ ব্যুরো :

ফরিদগঞ্জে পুুকুরের ঘাটে বসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে মহিলাকে মারধরের অভিযোগ করে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অপরদিকে ইউপি সদস্যের পক্ষেও পাল্টা আরেকটি অভিযোগ থানায় দেয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা গ্রামে বুধবার রাতে ঘটে।

হামলার ঘটনার ব্যাপারে দায়েরকৃত অভিযোগ ও বাদী হাসান মিয়া জানান, ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের আখন বাড়িতে বুধবার রাতে বাড়ির পুকুর ঘাটে স্থানীয় ইউপি সদস্য জসিম আখনের ছেলে শাকিবসহ কিছু লোকজন বসে আড্ডা দিচ্ছিল। এসময় তাদেরকে ঘাটলা থেকে চলে যাওয়ার বলার ঘটনাকে কেন্দ্র করে কথাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে। এতে আকলিমা আক্তার , আরিফ আখনসহ বেশ কয়েকজন আহত হয়।

হাসান মিয়া জানান, ইউপি সদস্য জসিম আখন ও তারা এক বাড়ির লোক। তিনি ঘটনা জেনে তা মিটমাট না করে তিনিসহ তার লোকজনের উপর হামলা করেছেন। আহতদের মধ্যে আকলিমা আক্তারকে আহত অবস্থায় ফরিদগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে তিনি বৃহষ্পতিবার দুপুরে এসে ইউপি সদস্য জসিম আখনকে প্রধান অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেন।
সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাওয়া ফরিদগঞ্জ থানা পুলিশের এসআই নুরুল ইসলাম জানান, উভয়ের সাথে রাস্তা নিয়ে বিরোধ রয়েছে। বুধবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংর্ঘষের ঘটনা ঘটে। উভয় পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ঘটনার ব্যাপারে ইউপি সদস্য জসিম আখনকে বেশ কয়েকবার মুঠো ফোনে কল করা হলেও তিনি তা রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

Tag :
সর্বাধিক পঠিত

‘ম্যানেজ করে’ এক সাথে দুই স্বামীর সংসার করছিলেন জান্নাতুল!

ফরিদগঞ্জে ইউপি সদস্য কর্তৃক অসহায় মহিলাকে মাইরধরে থানায় অভিযোগ

আপডেট: ১২:১২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০

ফরিদগঞ্জ ব্যুরো :

ফরিদগঞ্জে পুুকুরের ঘাটে বসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে মহিলাকে মারধরের অভিযোগ করে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অপরদিকে ইউপি সদস্যের পক্ষেও পাল্টা আরেকটি অভিযোগ থানায় দেয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা গ্রামে বুধবার রাতে ঘটে।

হামলার ঘটনার ব্যাপারে দায়েরকৃত অভিযোগ ও বাদী হাসান মিয়া জানান, ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের আখন বাড়িতে বুধবার রাতে বাড়ির পুকুর ঘাটে স্থানীয় ইউপি সদস্য জসিম আখনের ছেলে শাকিবসহ কিছু লোকজন বসে আড্ডা দিচ্ছিল। এসময় তাদেরকে ঘাটলা থেকে চলে যাওয়ার বলার ঘটনাকে কেন্দ্র করে কথাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে। এতে আকলিমা আক্তার , আরিফ আখনসহ বেশ কয়েকজন আহত হয়।

হাসান মিয়া জানান, ইউপি সদস্য জসিম আখন ও তারা এক বাড়ির লোক। তিনি ঘটনা জেনে তা মিটমাট না করে তিনিসহ তার লোকজনের উপর হামলা করেছেন। আহতদের মধ্যে আকলিমা আক্তারকে আহত অবস্থায় ফরিদগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে তিনি বৃহষ্পতিবার দুপুরে এসে ইউপি সদস্য জসিম আখনকে প্রধান অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেন।
সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাওয়া ফরিদগঞ্জ থানা পুলিশের এসআই নুরুল ইসলাম জানান, উভয়ের সাথে রাস্তা নিয়ে বিরোধ রয়েছে। বুধবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংর্ঘষের ঘটনা ঘটে। উভয় পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ঘটনার ব্যাপারে ইউপি সদস্য জসিম আখনকে বেশ কয়েকবার মুঠো ফোনে কল করা হলেও তিনি তা রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।