ফরিদগঞ্জ ব্যুরো :
নারায়নগঞ্জ থেকে আসা এক ব্যক্তিকে হোম কোয়ারান্টাইন কথা নিয়ে ওই ব্যক্তির স্বজনদের সাথে স্থানীয় লোকজনের কথা কাটাকাটির জের ধরে সৃষ্ট হামলায় অন্তত ৫ জন আহত হয়েছে। ঘটনাটি ফরিদগঞ্জ উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন গ্রামে ঘটে।এব্যাপারে ফরিদগঞ্জ থানায় হামলার শিকার হওয়ার ব্যক্তিদের পক্ষে থানায় লিখিত অভিযোগ হয়েছে। অপর দিকে লোকমান হোসেনের ছেলেও ঘটনাকে কেন্দ্র করে থানায় পাল্টা লিখিত অভিযোগ করেছে।
জানা গেছে, মহামারী করোনা ভাইরাস সংক্রমণ এবং করোনার হটস্পট নারায়নগঞ্জ থেকে লোকজনের প্রবেশ ঠেকাতে দেশের বিভিন্ন জেলার মোত চাঁদপুর জেলাকে লকডাউন করা হয়। এরই মধ্যে নারায়নগঞ্জ থেকে আগত ব্যক্তিদের মধ্যে তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন।
এরই মধ্যে পাইকপাড়া উত্তর ইউনিয়নের সাচিয়াখালী গ্রামের জনৈক লোকমান হোসেনের মেয়ের জামাতা শুক্রবার নারায়নগঞ্জ থেকে তাদের বাড়িতে বেড়াতে আসে। সেই জামাতা বাইরে ঘোরা ফেরা শুরু করে।
বিষয়টি জানতে পেরে স্থানীয় আমিন উল্ল্যাহসহ কয়েকজন গ্রামবাসী তআদের বাড়িতে যেয়ে জামাতকে হোম কোয়ারান্টাইন থাকতে বলে। এই নিয়ে কথা কাটাকাটির ঝের ধরে লোকমান হোসেনের ঘরের লোকজন আমিন উল্ল্যাহ উপস্থিত লোকজনকে বেদম মারধর করে। এতে বৃদ্ধ আমিন উল্ল্যাহ (৬০), সোহাগ, সাগর, বিল্লাল ও সাদ্দাম আহত হয়।
এব্যাপারে আমিন উল্যা বলেন, আমিসহ আমার এলাকার লোকজনের নিরাপত্তার জন্য জামাতাকে ঘরে থাকার জন্য বলতে গিয়ে হামলার শিকার হয়েছি। হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করলেও তারা উল্টো ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে পাল্টা অভিযোগ করেছে।
লোকমান হোসেনের ছেলে ফারুক জানান, তার বোন জামাতা নারায়নগঞ্জ থেকে আসলেও সম্পূর্ণ সুস্থ রয়েছেন। কিন্তু প্রতিপক্ষরা অযথা ঘটনা সাজিয়ে তাতে রঙ লাগছে।
স্থানীয় ইউপি সদস্য মোফাজ্জল হোসেন জানায়, বৃদ্ধকে এভাবে মারা ঠিক হয়নি। তাছাড়া ঢাকা বা নারায়নগঞ্জ থেকে আসলে তাকে কোয়ারান্টাইন মেনে চলতেই হবে। এটা সরকারি নিদের্শনা।
উভয় পক্ষের অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে ফরিদগঞ্জ থার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, তদন্ত করেই ব্যবস্থা নেয়া হবে।