ফরিদগঞ্জ ব্যুরো :
ফরিদগঞ্জে ইতালি ফেরত এক ব্যক্তিকে সেলফ কোয়ারেন্টাইনে রাখা হয়েছে । বৃহষ্পতিবার সকাল থেকে স্থানীয় প্রশাসনের পরামর্শে তিনি তার নিজ ঘরে কোয়ারেন্টাইনে রয়েছে। এক সপ্তাহ আগে ওই ব্যক্তি ইতালি থেকে দেশে ফেরত আসেন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি হরি বলেন, গত এক সপ্তাহ আগে ওই ব্যক্তি ইতালি থেকে দেশে আসেন । এসময় তিনি নিজ থেকেই ঘরের বাইরে তেমন বের হননি । বৃহষ্পতিবার সকালে আমরা বিষয়টি জানার পর তাকে সেলফ কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছি ।
তিনি আমাদের জানিয়েছেন তার কাছে হেলথ সার্টিফিকেট রয়েছে। তারপরও আমরা সার্বক্ষণিক তার উপর নজর রাখছি । ইউএনও আরো জানান, তবে গত ১০ দিনে ফরিদগঞ্জ উপজেলায় প্রায় দেড় শতাধিক প্রবাসী দেশে ফিরেছেন । তাদের সকলের ব্যপারে বিশেষ নজর রাখছে প্রশাসন ।
এদিকে করোনা মোকাবিলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ বেডের একটি আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রয়েছে । পাশা পাশি দুটি শিক্ষা প্রতিষ্ঠানকে কোয়ারেন্টাইন হিসেবে প্রস্তুত রেখেছে স্থানীয় প্রশাসন।