চাঁদপুর, ৩০ জানুয়ারি, বৃহস্পতিবার:
চাঁদপুরে গনি মডেল উচ্চ বিদ্যালয়ে স্টিল আলমিরা ভেঙে নগদ অর্থসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জানুয়ারি) দিনগত রাতে কোন এক সময় এই চুরির ঘটনা ঘটে। রোববার (২৬ জানুয়ারি) সকালে গনি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্বাস উদ্দিন এর সাথে কথা বলে এসব তথ্য পাওয়া যায়।
প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মহন আমাকে চুরির বিষয় টেলিফোনে জানালে আমি তাড়াতাড়ি বিদ্যালয়ে ছুটে এসে দেখি আমার কক্ষের তালা ভাঙ্গা। ভিতরে ঢুকে দেখি আমার স্টিল আলমিরার বিভিন্ন ড্রয়ের ভাঙ্গা এবং একটি ড্রয়ের থেকে নগদ ৭ হাজার টাকা চুরি হয়। এছাড়াও শিক্ষকদের রুমে কি কি ক্ষতি হয়েছে তা এখনও সব জানতে পারি নাই। সন্ধ্যায় এব্যাপারে চাঁদপুর মডেল থানায় সাধারন ডায়েরি করা হবে।
চুরির বিষয়ে সহকারী শিক্ষক মোঃ মহন এর সাথে কথা বললে তিনি জানান, আমি চুরির ঘটনা বিদ্যালয়ের পরিচ্ছন্নকর্মীর আমাকে জানালে আমি সাথে সাথে প্রধান শিক্ষক মো; আব্বাস উদ্দিনকে জানাই। পরে পুলিশকে খবর দেওয়া হলে তাঁরা এসে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
পুলিশ উপ-পরিদর্শক মো. মফিজ জানায়, আমরা চুরির ঘটনা জানতে পেরে সাথে সাথে বিদ্যালয়ে এসে বিভিন্ন তথ্য সংগ্রহ করি। চুরির ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।