অনলাইন ডেস্ক:
রাজধানীর শনির আখড়ায় একটি ভবনে বিস্ফোরণের পর দেয়াল ধসে এক পথচারীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শনির আখড়ার আরএস টাওয়ারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহতের নাম ফরিদ আহমেদ (৫০)। কদমতলীর রসুলপুর এলাকায় তার বাসা।
এ ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, ভবনটি তিনতলা। দ্বিতীয় তলায় এক্সিম ব্যাংকের শাখা। আর বিস্ফোরণটি হয়েছে ভবনের তৃতীয় তলায়। বিস্ফোরণে ভবনের সামনের এবং পেছনের দেয়াল ধসে পড়েছে। আর দোতালায় ধসে পড়েছে সামনের অংশের দেয়াল। নিচতলায় রয়েছে একটি রেস্টুরেন্ট।
ওসি জানান, দেয়াল ধসে চার পথচারী আহত হন। তাদের মধ্যে একজন মারা গেছেন। তিনি পেশায় টুপি বিক্রেতা ছিলেন।
তিনি বলেন, এসি বিস্ফারণে ওই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা লিমা আক্তার জানান, বৈদ্যুতিক সংযোগ থেকে না শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্রের (এসি) কোনো ত্রুটির কারণে এ বিস্ফোরণ ঘটেছে তা এখনও নিশ্চিত নয়।