মতলব উত্তরে স্কুল গেইটে ধুমপান বিরোধী সচেতনতামূলক বিলবোর্ড

  • আপডেট: ০৩:৩১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
  • ২১

মনিরুল ইসলাম মনির:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান এবং এর প্রাঙ্গণ পাবলিক প্লেসে ‘ধুমপান আইনতঃ দন্ডণীয় অপরাধ’ সম্বলিত বিলবোর্ড স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন- চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল আমিন রুহুল।

সোমবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ ব্যাসদী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে বিলবোর্ড স্থাপনের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। শিশু কিশোরদের ধুমপান থেকে বিরত রাখতে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেন।

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল আমিন রুহুল বলেছেন, ধুমপান থেকেই মাদকের উৎপত্তি, তাই শিশু-কিশোরদের ধুমপানের হাত থেকে রক্ষা করতে এ প্রচারণা শুরু করা হয়েছে। উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ও পাবলিক প্লেসে এ বিলবোর্ড স্থাপনা করা হবে। বিলবোর্ডে ধুমপানের কুফল ও আইনের ব্যাখ্যা দেয়া রয়েছে। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল আমিন রুহুল।

এ সময় উপজেলা শিক্ষা অফিসার ইকবাল হোসেন ভূঁইয়া, ছেংগারচর পৌর আওয়ামীলীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রতন ফরাজী, উপজেলা যুবলীগের তথ্য ও গবেষনা সম্পাদক এডভোকেট মহসিন মিয়া মানিক, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট জসিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য বোরহান উদ্দিন ডালিম’সহ উপস্থিত নেতৃবৃন্দ।

Tag :
সর্বাধিক পঠিত

‘ম্যানেজ করে’ এক সাথে দুই স্বামীর সংসার করছিলেন জান্নাতুল!

মতলব উত্তরে স্কুল গেইটে ধুমপান বিরোধী সচেতনতামূলক বিলবোর্ড

আপডেট: ০৩:৩১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯

মনিরুল ইসলাম মনির:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান এবং এর প্রাঙ্গণ পাবলিক প্লেসে ‘ধুমপান আইনতঃ দন্ডণীয় অপরাধ’ সম্বলিত বিলবোর্ড স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন- চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল আমিন রুহুল।

সোমবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ ব্যাসদী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে বিলবোর্ড স্থাপনের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। শিশু কিশোরদের ধুমপান থেকে বিরত রাখতে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেন।

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল আমিন রুহুল বলেছেন, ধুমপান থেকেই মাদকের উৎপত্তি, তাই শিশু-কিশোরদের ধুমপানের হাত থেকে রক্ষা করতে এ প্রচারণা শুরু করা হয়েছে। উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ও পাবলিক প্লেসে এ বিলবোর্ড স্থাপনা করা হবে। বিলবোর্ডে ধুমপানের কুফল ও আইনের ব্যাখ্যা দেয়া রয়েছে। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল আমিন রুহুল।

এ সময় উপজেলা শিক্ষা অফিসার ইকবাল হোসেন ভূঁইয়া, ছেংগারচর পৌর আওয়ামীলীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রতন ফরাজী, উপজেলা যুবলীগের তথ্য ও গবেষনা সম্পাদক এডভোকেট মহসিন মিয়া মানিক, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট জসিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য বোরহান উদ্দিন ডালিম’সহ উপস্থিত নেতৃবৃন্দ।