মনিরুল ইসলাম মনির:
মতলব উত্তরে প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসি) ও ইবতেদায়ী পরীক্ষায় মোট ৬ হাজার ১৮০ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেছে। এরমধ্যে প্রথম দিনে অনুপস্থিত ছিল পিইসি ১০৮ জন ও ইবতেদায়ী ৪৩ জন, মোট ১৫১ জন। এবারে ২৫ টি কেন্দ্রে একযোগে পরীক্ষা গ্রহন করা হচ্ছে এ উপজেলায়।
মতলব উত্তরের সুজাতপুর প্রাথমিক বিদ্যালয়, ইন্দুরিয়া প্রাথমিক বিদ্যালয়, ফতেপুর প্রাথমিক বিদ্যালয় ও নবুরকান্দি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে, নিরিবিলি পরিবেশে শান্তিপূর্ণভাবে পরীক্ষা চলছে। মনোরম পরিবেশে শিশুরা পরীক্ষায় অংশগ্রহন করতে পারায় আনন্দ প্রকাশ করেছেন অভিভাবকরা। পরীক্ষায় মনিটরিংয়ে উপজেলা শিক্ষা অফিসের নেতৃত্বে রয়েছে মনিটরিং টিম।
উপজেলা শিক্ষা অফিসার মো. ইকবাল হোসেন ভূঞা জানান, আমি তিনটি কেন্দ্র পরিদর্শন করেছি। প্রতিটি কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা হচ্ছে। এ বছর প্রাথমিকে ৬ হাজার ১৮০ ও ইবতেদায়ীতে ৩৩৬ জন পরীক্ষার্থী। তিনি আরও জানান, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহনে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তাছাড়া মনিটরিংয়ের জন্য টিম রয়েছে।
শিরোনাম:
মতলব উত্তরে পিইসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ১৫১
Tag :
সর্বাধিক পঠিত