ক্রীড়া ডেস্ক:
প্রথম টি-টোয়েন্টিতে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ। তবে পরের ম্যাচে যাচ্ছেতাইভাবে ভারতের কাছে হেরে যায় তারা। ফলে তিন ম্যাচ সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টি হয়ে দাঁড়িয়েছে ট্রফি নির্ধারণী। এতে যারা জিতবে তারাই শিরোপায় চুমু আঁকবে।
এটি জিতে ইতিহাস গড়তে চায় বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ম্যাচটি জিততে পারলে পঞ্চম দল হিসেবে ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের কীর্তি গড়বেন টাইগাররা। এর আগে তাদের ডেরায় এ সংস্করণে সিরিজ জেতে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলগুলো।
এ ম্যাচে একাদশে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। পেসার আল-আমিন হোসেনের জায়গায় ঢুকতে পারেন স্পিনার আরাফাত সানি। এ সিরিজে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।
বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার হাতছানি। সেখানে ভারতের লড়াইটা হবে মানরক্ষার। তথাকথিত ‘ভাঙাচোরা’ দলের কাছে হেরে গেলে লজ্জা বরণ করতে হবে তাদের। সঙ্গত কারণে ম্যাচটিকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না মেন ইন ব্লুরা।
হাইভোল্টেজ ম্যাচ জিতে সিরিজ ঘরে রাখতে চান তারা। এজন্য একাদশে পরিবর্তন আনতে পারে ভারতও।গেল দুই ম্যাচে দু’হাত খুলে রান দেন বাঁহাতি পেসার খলিল আহমেদ। তার পরিবর্তে শার্দুল ঠাকুরকে দলে নেয়া হতে পারে।
ইতিহাস, রেকর্ড, পরিসংখ্যানও ভারতের পক্ষে কথা বলছে। এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে ১০ টি-টোয়েন্টি খেলেছে তারা। ৯ ম্যাচেই জিতেছে টিম ইন্ডিয়া। ১টিতে জয় পেয়েছেন টাইগাররা।
তবে এসব আমলে নিতে চান না মাহমুদউল্লাহ-মুশফিকরা। ইতিহাস গড়তে সর্বোচ্চটা ঢেলে দিতে চান তারা। অন্যদিকে সর্বস্ব উজাড় করে খেলতে চান রোহিত-ধাওয়ানরা। ফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা আভাস পাওয়া যাচ্ছে। এখন দেখার বিষয়, বাংলাদেশ ইতিহাস গড়ে না ভারতের মানরক্ষা হয়।