অনলাইন ডেস্ক:
আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের সম্মেলন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ৬ নভেম্বর, বুধবার সকাল ১১টা ১০ মিনিটে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন তিনি।
সম্মেলন উপলক্ষে সারাদেশ থেকে দলের নেতাকর্মীরা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন।
কৃষক লীগের সম্মেলন উপলক্ষে মঞ্চ সাজানো হয়েছে গ্রাম বাংলার কাছারি ঘরের আদলে। আছে ‘আমার বাড়ি, আমার খামার’ প্রকল্পের প্রতীকী রূপও। লম্বায় ৯০ ফুট আর প্রস্থে ৩০ ফুট মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চে কৃষি ও কৃষকসংশ্লিষ্ট বিষয়কে প্রাধান্য দেয়া হয়েছে।
দেশে কৃষির উন্নয়ন ও কৃষকের স্বার্থরক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন।
প্রসঙ্গত, সংগঠনটির কেন্দ্রীয় সম্মেলন হয় সর্বশেষ ২০১২ সালের ১৯ জুলা