• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২১
সর্বশেষ আপডেট : ৩০ নভেম্বর, ২০২১

শাহরাস্তির জনতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

মোঃ জামাল হোসেনঃ

চাঁদপুরের শাহরাস্তিতে জনতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ২০২১ এর অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে।

৩০ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টা থেকে বিরতিহীন বিকাল ৪ টা পর্যন্ত এ অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায় জনতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে এ নির্বাচন সম্পন্ন হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৮ জন পুরুষ প্রার্থী ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ৩ জন প্রার্থীসহ ১১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এতে ভোটারদের প্রত্যক্ষ ভোটে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে ১৪৯ ভোট পেয়ে মোঃ আনোয়ার হোসেন প্রথম স্থান বিজয় অর্জন করেন, ১৪৮ ভোট পেয়ে মোঃ জাকির হোসেন দ্বিতীয় স্থান বিজয় অর্জন করেন, ১২৫ ভোট পেয়ে মোঃ হুমায়ুন কবির তৃতীয় স্থান বিজয় অর্জন করেন, ও ১২৪ ভোট পেয়ে মোঃ ফারুক শেখ চতুর্থ স্থান বিজয় অর্জন করেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শফিক ১১৪ ভোট, নোমান হোসেন (লিটন) ৯৮ ভোট, ফিরোজ আলম ৯৬ ভোট ও আনিসুর রহমান পাটোয়ারী ৮৯ ভোট পান।

এবং সংরক্ষিত নারী অভিভাবক সদস্য পদে ১শ১০ ভোট পেয়ে ঝর্না বেগম নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাছিমা বেগম ৮৮ ভোট ও মানছুরা বেগম ৭৪ ভোট পান।

৫শ ৩৫ জন ভোটারদের মধ্যে ৩শ ৭৮ জন তাদের ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহসান উল্লাহ চৌধুরী।

নির্বাচনের সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব মোঃ আব্দুল আলী। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বিদ্যালয় পরিচালনা পর্ষদের বর্তমান সভাপতি ও টামটা দক্ষিণ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জামাল আহমেদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবুল কালাম আজাদ।

নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন রিটার্নিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহসান উল্লাহ চৌধুরী।

আইন শৃঙ্খলা বাহিনীর কর্তব্য দায়িত্বে ছিলেন শাহরাস্তি থানার উপ-পরিদর্শক এসআই শেখ কামাল ও সঙ্গীয় ফোর্স

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • শাহরাস্তি এর আরও খবর
error: Content is protected !!