• ঢাকা
  • রবিবার, ১৪ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২১
সর্বশেষ আপডেট : ২৯ নভেম্বর, ২০২১

মতলব দুই উপজেলায় ১০ ইউপিতে নৌকা, ৭ ইউপিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

নিজস্ব প্রতিনিধি ॥

তৃতীয় ধাপে চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় ১৭ ইউনিয়ন পরিষদে রবিবার (২৮ নভেম্বর) ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ মনোনীত নৌকার ৫ প্রার্থী ও স্বতন্ত্র ৭ চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মতলব উত্তর উপজেলার নৌকার ৪ ও মতলব দক্ষিণ উপজেলার ১জন চেয়ারম্যান নির্বাচিত হন।

রবিবার (২৮ নভেম্বর) রাতে মতলব উত্তর উপজেলার ৯ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রিপন হোসেন ও মতলব দক্ষিণ উপজেলার ৪ ইউনিয়নের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাহেদ ভুঁইয়া।

মতলব উত্তর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকার নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- মোহনপুর ইউপিতে সামছুল হক চৌধুরী বাবুল, ফতেপুর পশ্চিম ইউপিতে নুর মোহাম্মদ, দুর্গাপুর ইউপিতে মোকাররম হোসেন খান ও ইসলামাবাদ ইউপিতে সাখাওয়াত হোসেন সরকার মুকুল। মতলব দক্ষিণ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকার নির্বাচিত চেয়ারম্যান হয়েছেন মো. শহীদ প্রদান।

মতলব উত্তর উপজেলায় নির্বাচিত চেয়ারম্যানরা হলেন-ষাটনল ইউনিয়নে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র মোঃ ফেরদৌস, সাদুল্লাপুর ইউনিয়নে স্বতন্ত্র জোবাইর আজিম পাঠান স্বপন, বাগানবাড়ী ইউনিয়নে স্বতন্ত্র মামুন জমাদার, কালাকান্দা ইউনিয়নে স্বতন্ত্র সোবহান সরকার শুভা, গজরা ইউনিয়নে নৌকা শহিদ উল্লাহ প্রধান, ফতেপুর পূর্ব ইউনিয়নে নৌকা আজমল হোসেন চৌধুরী, সুলতানবাদ ইউনিয়নে স্বতন্ত্র আবুবকর সিদ্দিক খোকন, এখলাছপুর উনিয়নে স্বতন্ত্র মফিজুল মুন্না ঢালী, ফরাজিকান্দি ইউনিয়নে নৌকা ইঞ্জিনিয়ার রেজাউল করিম।

মতলব দক্ষিণ উপজেলায় নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- নায়েরগাঁও উত্তর ইউনিয়নে স্বতন্ত্র মো. কামরুজ্জামান, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে নৌকা আবদুস ছালাম মৃধা ও উপাদি দক্ষিণ ইউনিয়নে নৌকা গোলাম মোস্তফা।

এছাড়া মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়ন নির্বাচন স্থগিত রয়েছে। ওই উনিয়নের বর্তমান চেয়ারম্যান সেলিম গাজী একটি ওয়ার্ডের সীমানা জটিলতা ও ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে উচ্চ আদালতে মামলা করায় নির্বাচন স্থগিত করে দেয় ইসি।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • মতলব উত্তর এর আরও খবর
error: Content is protected !!