• ঢাকা
  • শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২১
সর্বশেষ আপডেট : ২০ নভেম্বর, ২০২১

মানুষ এখন প্রতি মুহুর্তেই ভোগান্তির শিকার : এস এম আকরাম

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

নিজস্ব প্রতিনিধি ॥

নাগরিক ঐক্যের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এস এম আকরাম বলেছেন, মানুষ এখন প্রতি মুহর্তেই ভোগান্তির শিকার। আজকে পেট্টোলের দাম বাড়ানো হলো, সাথে সাথে ঢাকা গুলিস্থান থেকে নারায়নগঞ্জ পর্যন্ত ২৫ টাকার বাস ভাড়া ৩৫ টাকা হলো। উদাহরণ স্বরূপ বলছি। কিন্তু আমারত আয় বাড়েনি। এসব বিষয়ে যদি সরকার সচেতন না থাকে, তাহলে তারাত জনগণের সরকার বলে দাবী করতে পারে না। যারা রাতের অন্ধকারের ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং সরকার গঠন করেছেন, তাদেরকে এ দেশের জনগণের সরকার বলে মানতে রাজিনা।

শনিবার (২০ নভেম্বর) বিকেলে নাগরিক ঐক্য চাঁদপুর জেলার আয়োজনে জেলা আইনজীবী পরিষদ মিলনায়তনে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পার্লামেন্টে যদি মন্ত্রী বলে কোভিডের টিকার দাম কত পড়েছে, তা সংসদে বলা যাবে না। তাই সেই সংসদের কি ইজ্জ, কি সম্মান এবং গুরুত্ব। জনগণের প্রতিনিধিত্ব করা তাদের কি অধিকার আছে। গত কয়েকদিন আগে আইন মন্ত্রী বলেছেন নির্বাচন কমিশন সম্পর্কে আইন প্রনয়ণ করার সময় নেই। আপনারা নিজেরাই বলেছেন গত ১২বছর ক্ষমতায় আছেন, ২০৪০ পর্যন্ত ক্ষমতায় থাকবেন বরে কর্মসূচি দিচ্ছেন। কিন্তু এতবছরেও আপনাদের আইন করার সময় হলো না। আপনারা কত বছর ক্ষমতায় থাকবেন এটি বাংলাদেশের জনগণ ঠিক করবে। আমি নিজেই আইন তৈরীর কাজে জড়িত ছিলাম। এদেশে ২৪ ঘন্টার মধ্যে আইন তৈরীর নজির আছে। সন্ধ্যায় সিদ্ধান্ত রাত ১২টার আগেই আইন তৈরী হয়েছে। আমি নিজেই এসব দেখেছি। আমাদেরকে আপনার আইন সম্পর্কে শিখাবেন!

এস এম আকরাম বলেন, আমি থাকবো না। কিন্তু নাগরিক ঐক্য একদিন ক্ষমতায় আসবে। কিন্তু আমি চাই এদেশের স্বৈরাচারদের ক্ষমতার অবসান হউক। আর যতদিন বেঁচে থাকবো, ততদিন নাগরিক ঐক্যে কাজ করে অবদান রাখতে চাই। আমরা বেঁচে থাকব না। কিন্তু কবরে গিয়েও বলতে পারবো আমরাদের পরবর্তী প্রজন্মের জন্য কিছু করে আসছি এবং এদেশে গণতন্ত্রের শিকড় গেড়ে দিয়ে আসছি।

নাগরিক ঐক্য চাঁদপুর জেলার আহবায়ক মো. আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় কমিটির সদস্য মোফাক্কর ইসলাম, মঞ্জুরুল কাশেম, ফেরদৌসী আক্তার, নাগরিক ঐক্য চাঁদপুর জেলার সদস্য সচিব দিলদার হোসেন প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্য শেষে, মো. আব্দুর রাজ্জাককে আহবায়ক ও দিলদার হোসেনকে সদস্য সচিব করে ২১ সদস্য কমিটির ঘোষণা করা হয়।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

error: Content is protected !!