• ঢাকা
  • শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ নভেম্বর, ২০২১
সর্বশেষ আপডেট : ১ নভেম্বর, ২০২১

অ্যাপলকে হটিয়ে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি মাইক্রোসফট

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

অ্যাপলকে টপকে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি হিসেবে জায়গা করে নিয়েছে মাইক্রোসফট। সরবরাহ চেইনে সংকটের কারণে ৬০০ কোটি ডলার আয় কমায় পিছিয়ে গেছে অ্যাপল। শুক্রবার বিশ্বের শীর্ষ কোম্পানি মাইক্রোসফটের বাজার মূলধন দাঁড়িয়েছে ২ দশমিক ৪৯ ট্রিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে নেমে আসা অ্যাপলের বাজার মূলধন ছিল ২ দশমিক ৪৬ ট্রিলিয়ন ডলার।

বৈশ্বিক সরবরাহ চেইনে সংকটের কারণে সেপ্টেম্বরে অ্যাপলের আয় কমেছে ৬০০ কোটি ডলার। ডিসেম্বরেও এ সংকট বহাল থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অ্যাপলের সিইও টিম কুক। খবর সিএনবিসি।

কয়েক বছর ধরে বাজার মূলধনে একে অন্যকে ছাড়িয়ে যাচ্ছে অ্যাপল ও মাইক্রোসফট। গত জুনে ২ ট্রিলিয়ন ডলারের বাজার মূলধনের রেকর্ড গড়ে মাইক্রোসফট। অ্যাপল তার চেয়ে প্রায় ১০ মাস আগে ২০২০ সালের আগস্টে ২ ট্রিলিয়ন ডলার বাজার মূলধনের রেকর্ড ছুঁয়েছিল।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • আন্তর্জাতিক এর আরও খবর
error: Content is protected !!