• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২১
সর্বশেষ আপডেট : ২৪ অক্টোবর, ২০২১

৭নং বড়কুল ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী ৭জন

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

নিজস্ব প্রতিনিধি॥

আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে হাজীগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রতীকের প্রার্থী যাছা-বাছাই কার্যক্রমের লক্ষে বর্ধিত সভা শুরু হয়েছে।

রবিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

বর্ধিত সভায় আসন্ন ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদে ৭জনের নাম প্রস্তাব-সমর্থন করা হয়। প্রস্তাব সমর্থিত নৌকার মনোনয়ন প্রত্যাশীরা হলো- ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গাজী মনির হোসেন, সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা এম এ হাসেম, আওয়ামী লীগ নেতা মুসা কালিমুল্লাহ, আব্দুস সামাদ, ইয়াছিন আরাফাত, সাবেক ছাত্রলীগ নেতা নাহিদুল ইসলাম, কামরুল ইসলাম রনি ভুইয়া।

বর্ধিত সভার সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গাজী মনির হোসেন।

বর্ধিত সভায় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ হেলাল উদ্দিন মিয়াজী, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক রোটা. আহসান হাবিব অরুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহমদ খসরু, জেলা আওয়ামী লীগের সদস্য হারুন অর রশিদ মুন্সি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আশরাফ দুলাল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উন্নয়ন সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক হাজী মো. জসিমউদ্দিন, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ সফিুকুর রহমান মীর, মাহফুজুর রহমান ইউছুফ, গিয়াসউদ্দিন বাচ্চু, খোরশেদ আলম বকাউ, পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা  সিদ্দিকুর রহমান, এস এম মানিক, উপজেলা যুব লীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, ইউনিয়ন যুবলীগের সভাপতি লোটাস দেলোয়ার, সাধারণ সম্পাদক আবু নাছের সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন, পৌর ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বি প্রমূখ।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • রাজনীতি এর আরও খবর
error: Content is protected !!