• ঢাকা
  • শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২১
সর্বশেষ আপডেট : ১৩ অক্টোবর, ২০২১

চীনে ভারী বৃষ্টিতে বন্যায় ১৫ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

চীনের উত্তরাঞ্চলের শানঝি প্রদেশে কয়েদিনের টানা বর্ষণে সৃষ্ট বন্যায় কমপক্ষে ১৫ জনের প্রাণহানি ঘটেছে। বন্যায় বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বাধ্য হয়ে নিরাপদ আশ্রয়ে যেতে হয়েছে ১ লাখ ২০ হাজার বাসিন্দাকে।

মঙ্গলবার (১২ অক্টোবর) এ তথ্য জানিয়েছে স্থানীয় প্রশাসন।

চলতি মাসে শানঝি প্রদেশে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। এ নিয়ে সংবাদ সম্মেলনে দেশটির আবহাওয়া বিভাগের কর্মকর্তা ওয়াং ওয়েনি জানিয়েছেন, ‘গত বছরের তুলনায় এ বছরের অক্টোবরে ১৩ গুণ বেশি বৃষ্টি হয়েছে’।

ভারী বৃষ্টিতে বন্যায় প্রায় ১১ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। এ ছাড়া ১৯ হাজারের বেশি বাড়ি-ঘর অল্প ক্ষতি হলেও ১৮ হাজার দুইশ বাড়িঘর মারাত্মকভাবে ধসে গেছে। তিনজন এখনো নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না।

দেশটির জরুরি বিভাগরে কর্মকর্তা ওয়াং কিরুই বলেন, ভারী বৃষ্টিপাতের কারণে বিপুল আর্থিক ক্ষতির সম্মুখ হতে হয়েছে। এদিকে বন্যার কারণে শানঝি প্রদেশের ৬০টি কয়লার খনি বন্ধ করতে বাধ্য হয়েছেন সংশ্লিষ্টরা। পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে দেশটির সরকার। গত জুলাই চীনের হেনান প্রদেশে বন্যায় তিন শতাধিক লোকের মৃত্যু হয়।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • আন্তর্জাতিক এর আরও খবর
error: Content is protected !!