মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ | শাহরাস্তি, সারা দেশ | তারিখঃ জানুয়ারি ২৪, ২০২১ | নিউজ টি পড়া হয়েছেঃ 3615 বার

শাহরাস্তি উপজেলার মেহের ডিগ্রি কলেজের উত্তর পাশে রোববার আনুমানিক ২টা ৩০ মিনিটে মোটরসাইকেল মুখামুখি সংঘর্ষে ৩জন আহত। আহতরা হচ্ছেন ১/ রিজভী (১৯) পিতা-বিল্লাল হোসেন, সাং ভিংরা, ২/ সবুজ (২১) পিতা ইসমাইল সাং রাগৈ, উভয় থানা শাহরাস্তি। ৩/ অজ্ঞাত। আনুমানিক বয়স( ২০)৩জনকেই আশংখা জনক ভাবে শাহরাস্তি হাসপাতাল থেকে কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply