নিজস্ব প্রতিনিধি: | শাহরাস্তি | তারিখঃ জানুয়ারি ১৩, ২০২১ | নিউজ টি পড়া হয়েছেঃ 38 বার

চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতি,রেজিঃ নং চট্র-১৮৭৮ এর কার্যকরী কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় শাহারাস্তি গেইট দোয়াভাঙ্গা চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতির প্রধান কার্যালয়ে এ মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল ইসলাম সুমনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কার্যকারী সভাপতি মোঃ লিটন মোল্লা, সহ-সভাপতি মোঃ ইমাম হোসেন, এ কে এম নজরুল ইসলাম, মোঃ মনজুর আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াসিম, কোষাধক্ষ্য আকবর হোসেন মৃধা, দপ্তর সম্পাদক মোঃ হারুন রশিদ, সদস্য হাজী আবুল কালাম, মোঃ শহিদুল ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ সভায়।
আগামী ২৩ জানুয়ারি সমিতির বাৎসরিক সাধারণ সভা অত্র সমিতির প্রধাণ কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার সীদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও সভাপতির বক্তব্যে বলেন মহামারী করোনা ভাইরাস দ্বিতীয় ঢেউ সংক্রামক প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে, সিএনজি চালক গন মাস্ক পরিধান করে সিএনজি চালাবেন, কোন যাত্রীদেরকে মাস্ক পরিধান ছাড়া গাড়িতে নেবেন না, মাস্ক ব্যবহারের জন্য সচেতনতামূলক নির্দেশ প্রদান করবেন, পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে মাসিক আলোচনা সভা সমাপ্ত করেন।
Leave a Reply