
নিজস্ব প্রতিনিধি॥
হাজীগঞ্জে ছাত্রদল ও যুবদল কর্তৃক পুলিশের উপর হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হাজীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগ।
মঙ্গলবার সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারে পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারীর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিলটি হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধ্যবাজার হাজীগঞ্জ প্লাজার সম্মুখে এসে প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক শাহজালাল রুবেল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জীবন, শরীফ মোল্লা, ফয়সাল বলি, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৌহরাব ওয়াজেদ তাজ, প্রচার সম্পাদক ফরহাদ আলিফ, পৌর ছাত্রলীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক নাহিদুল ইসলাম রাকিব, ছাত্রলীগ নেতা সাগর আহমেদ, ববি আহমেদ, কাজী রাজীবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply