• ঢাকা
  • শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০২২
সর্বশেষ আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০২২

হাজীগঞ্জে পুলিশের উপর হামলা করে আসামী ছিনতাইয়ের ঘটনায় মামলা

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]
হাজীগঞ্জে পুলিশের উপর হামলা করে আসামী ছিনতাইয়ের ঘটনায় মামলা
হাজীগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী জাকির হোসেন।

চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ মাদক, ডাকাতি, ছিনতাইসহ ১৯টি মামলার দুর্ধর্ষ এক আসামিকে ছিনিয়ে নিয়েছে মাদক সেবক ও মাদক ব্যবসায়ীরা। এ ঘটনায় ১২ জনের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ।

আসামি জাকির হোসেন (৩৮) উপজেলার বাকিলা ইউনিয়নের খলাপাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হাজীগঞ্জ থানা ও চাঁদপুর সদর থানায় মাদক, ডাকাতি ও ছিনতাইসহ ১৯টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার সকালে হাজীগঞ্জ থানার এএসআই মোজাম্মেল হোসেন এলাকার জাকির হোসেনকে আটক করেন। তবে স্থানীয়দের অনুরোধে আটক জাকির হোসেনকে স্থানীয় এক মৃত ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করার সুযোগ দেয়া হয়। এটিকে কাজে লাগিয়ে স্থানীয়দের নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালিয়ে যায় জাকির হোসেন।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ বলেন, এ ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মাদক ব্যবসায়ী জাকিরসহ অন্যান্যদের আটকে অভিযান অব্যাহত আছে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • সারা দেশ এর আরও খবর
error: Content is protected !!