
শাহরাস্তি উপজেলা পুজা উদযাপন পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারি সন্ধ্যা ৭টায় শ্রী শ্রী মেহার কালিবাড়িতে পূজা উদযাপন পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন পূর্বপ্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
বাবু নিখিল চন্দ্র মজুমদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক টুটন মজুমদারের সঞ্চালনায় এতে শাহরাস্তি উপজেলার ১১টি ইউনিটের দায়িত্বপ্রাপ্ত সকল সদস্য উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে গৃহিত সিদ্ধান্ত হয় আগামী ২৩ জানুয়ারি শনিবার বেলা ৩টায় মেহের কালিবাড়ি হরিসভায় পূজা উদযাপন পরিষদ শাহরাস্তি উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বাম্মণ সংসদের সভাপতি ভানু চক্রবর্তী, শ্রী শ্রী মেহার কালিবাড়ি কার্যকরি কমিটির সহঃ সভাপতি হারাদন চন্দ্র দে, শ্রী শ্রী মেহার কালিবাড়ি কার্যকরি কমিটির সদস্য মাধু চন্দ্র দাস ও শ্রী শ্রী মেহার কালিবাড়ি কার্যকরি কমিটির সদস্য উত্তম পাল সহ অনেকে।
Leave a Reply