মোঃ জামাল হোসেনঃ | শাহরাস্তি, সারা দেশ, স্বাস্থ্য কথা | তারিখঃ নভেম্বর ২৯, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 6681 বার

চাঁপুরের শাহরাস্তিতে চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতি ১৮৭৮ এর সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদারের উদ্যোগে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে জনগণের মধ্যে শতভাগ মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনসচেতনতামূলক প্রচারণা করেন। ২৮ নভেম্বর শনিবার চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি (গেইটে) দোয়াভাঙ্গা, কালিয়াপাড়া বাজার, মেহের স্টেশনসহ বিভিন্ন বাজারে এ জনসচেতনতা মূলক লক্ষে যাত্রীদের মাস্ক পরিধান করেন এবং মাস্ক ছাড়া কোন যাত্রী সিএনজি তে নেওয়া হবে না।
মোঃ আবুল হোসেন মজুমদার বলেন করোনা ভাইরাস এর প্রতিরোধই একমাত্র উপায় স্বাস্থ্যবিধি মেনে চলি নিয়মিত মাস্ক ব্যবহার করি। নিজে সচেতন হন, অন্যকে সচেতন করুন, নিরাপদ জীবন গড়ুন। সরকারি নির্দেশনা অনুযায়ী মাস্ক ব্যবহার করুন। বাইর থেকে এসে সাবান যুক্ত পানি দিয়ে হাত কমপক্ষে ২০ সেকেন্ড পরিষ্কার করুন, বিনা প্রয়োজনে রাস্তায় বাহির হবেন না এবং সন্ধ্যার পর কেউ রাস্তায় থাকিবেন না, কাশি শিষ্টাচার মেনে চলুন, হাঁসি দেওয়ার সময় টিস্যু দিয়ে মুখ ঢেকে রাখুন। এবং বিভিন্ন উপদেশ মূলক বক্তব্য দেন, এসময় উপস্থিত ছিলেন মালিক সমিতির নেতৃবৃন্দ।
Leave a Reply