
শাহানা আকতার:
“মুজিবর্ষের আহবান, ৩টি করে গাছ লাগান” মুজিব শতবর্ষে-হাজীগন্জ পৌর ছাত্রলীগের বিপ্লবী-সাধারন সম্পাদক মেহেদী হাছান রাব্বি’র নেতৃত্বে হাজীগন্জ পৌর শাখার ১২টি ওয়ার্ডে তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এ উপলক্ষে ২৪ জুন বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়। বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ ও বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন পৌর ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বি।
পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বি জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষনা এবং চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের মাননীয় সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের অতন্দ্রপ্রহরী মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপির নির্দেশনায় এবং কেন্দ্রীয় ছাত্রলীগ ও চাঁদপুর জেলা ছাত্রলীগের নির্দেশনায় অংশ হিসেবে বৃক্ষ রোপন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। আগামী ৩ মাস আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply