• ঢাকা
  • শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৬ জুন, ২০২০
সর্বশেষ আপডেট : ১৬ জুন, ২০২০

মতলব উত্তরে করোনা আক্রান্ত নারীর মৃত্যু

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]
ফাইল ছবি-নতুনেরকথা।

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাতবাড়িয়া গ্রামের শাহিনুর বেগম (৫০) নামে এক মহিলা প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত হওয়ার পর দুইজনের মৃত্যু হলো।

এর আগে চাঁদপুর শহরের গুনরাজদী এলাকায় করোনায় আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়। এছাড়া চাঁদপুরে করোনায় ৩৮জন মৃত ব্যক্তির মধ্যে জীবিত অবস্থায় কেউ জানতে পারেন নি তারা কোভিড-১৯ আক্রান্ত ছিলেন। মৃত্যুর পর তাদেরক কোভিড-১৯ পরীক্ষায় তাদের দেহে করোনা ছিল বলে রিপোর্টে শনাক্ত হয়।

সোমবার সন্ধ্যায় মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের সাতবাড়িয়া এলাকায় শাহিনুর বেগম(৫০) করোনার কাছে হেরে গিয়ে মৃত্যুবরণ করেন। ওই এলাকার শাহ আলমের স্ত্রী শাহিনুর বেগম কয়েকদিন যাবত জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলেন। ৯জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার নমুনা সংগ্রহ করা হয় ।১৩ জুন রিপোর্ট পজিটিভ আসে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা নুসরাত জাহান মিথেন ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের দাফন কমিটি সোমবার রাতেই স্বাস্থ্যবিধি মেনে শাহিনুর বেগমের দাফন সম্পন্ন করেছেন।

উল্লেখ্য, ১৫ জুন পর্যন্ত চাঁদপুর জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ায় ৪৬৪জনে। মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ৩৮। শাহিনুরসহ জেলায় করোনা মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৯জনে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • চাঁদপুর সদর এর আরও খবর
error: Content is protected !!