• ঢাকা
  • শনিবার, ১৩ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৬ জুন, ২০২০
সর্বশেষ আপডেট : ১৬ জুন, ২০২০

মতলবে পল্লী বিদ্যুতের বিলিং সহকারীসহ ২জন করোনা রোগী শনাক্ত

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]
ফাইল ছবি-নতুনেরকথা।

মনিরুল ইসলাম মনির, মতলব উত্তর:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নতুন করে পল্লী বিদ্যুতের ১ জন বিলিং সহকারীসহ ২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া শামসুল ঘশ (৬২) রয়েছে। আজকেসহ এ উপজেলায় করোনা রোগী শনাক্ত হলো ২৭ জন। মঙ্গলবার (১৬জুন) মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুশরাত জাহান মিথেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ১৩ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনা উপসর্গ সন্দেহে করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা পাঠানো হয়। মঙ্গলবার (১৬ জুন) তাদের নমুনা পরীক্ষার ফলাফল করোনা পজেটিভ আসে। করোনায় আক্তান্তরা হলেন চাঁদপুর-২ পল্লী বিদ্যুৎ সমিতির মতলব উত্তর জোনাল অফিসের বিলিং সহকারী রুবিনা (৪০) ও করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া শামসুল হক (৬২)। ১৩ জুন শামসুল হক (৬২) মারা যায়।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুশরাত জাহান মিথেন বলেন, আক্রান্তদের বাড়ি লকডাউন করা হবে। তারা নিজেদের বাড়িতে চিকিৎসাধীন আছে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • মতলব উত্তর এর আরও খবর
error: Content is protected !!