• ঢাকা
  • বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৪ জুন, ২০২০
সর্বশেষ আপডেট : ১৪ জুন, ২০২০

ফরাজীকান্দি ইউনিয়নে অসহায় কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]
মতলব উত্তরের ফরাজীকান্দি ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

মনিরুল ইসলাম মনির:

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে দরিদ্র ও স্বল্প আয়ের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

রোববার (১৪জুন) সকালে ফরাজীকান্দি ইউনিয়নের উত্তর সরদারকান্দি গ্রামে সোশ্যাল ডিসটেন্স বজায় রেখে এলাকার দরিদ্র ও স্বল্প আয়ের অর্ধশতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ কর্যক্রমের উদ্বোধন করেন ইউপি সদস্য মাহবুব আলম মিস্টার।

উদ্বোধনকালে মাহবুব আলম মিস্টার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে ঘরে বসে না থেকে করোনা ভাইরাসে বিপর্যস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। আপনারা সকলেই উনার পরিবারবর্গের জন্য দোয়া করবেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে মুঠোফোনে এমএ কুদ্দুস বলেন, সরকারি নিষেধাজ্ঞা মেনে দিনমজুর ও অসহায় মানুষগুলো কাজ বন্ধ করে ঘরে আশ্রয় নিয়েছে। এদের খুব স্বল্প উপার্জনে সংসার চলতো। কিন্তু এখন উপার্জন বন্ধ, তাদেরকেও কষ্ট করে চলতে হবে। এজন্য সাধ্য মতো সহযোগীতা করে তাদের পাশে থাকার চেষ্টা করেছি। আশা করছি, সমাজের বিত্তবানরাও তাদের সহযোগীতায় এগিয়ে আসবেন।

তিনি আরো বলেন, খাদ্য সামগ্রী বিতরণ মোটেও কোন লোক দেখানো নয়, আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করছি। আপনাদেরকেও অসহায়দের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি। আপনার সামর্থ্যর মধ্যে একজন, পাঁচজন বা তার অধিক যে যতটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দেন।

এ সময় ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি জমশেদ বেপারী, স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহ আলম বেপারী উপস্থিত ছিলেন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • মতলব উত্তর এর আরও খবর
error: Content is protected !!