• ঢাকা
  • শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৩ জুন, ২০২০
সর্বশেষ আপডেট : ১৩ জুন, ২০২০

মতলব উত্তরে নমুনা সংগ্রহ ৭ ঘন্টা পর করোনা উপসর্গ নিয়ে আরো ১ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]
ফাইল ছবি।

মনিরুল ইসলাম মনির, মতলব উত্তর (চাঁদপুর) থেকে :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় করোনা উপসর্গ নিয়ে শামসুল হক মোল্লা (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৩জুন) ভোর ৩টায় ফরাজীকান্দি ইউনিয়নের মিরপুর গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। সে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের মিরপুর গ্রামের মৃত. সিদ্দিক মোল্লার ছেলে।

জানা যায়, মৃত ব্যক্তি কয়েকদিন পূর্বে করোনা উপসর্গ নিয়ে চট্রগ্রাম থেকে ফরাজীকান্দি ইউনিয়নের মিরপুর গ্রামের বাড়িতে আসেন। করোনা পরীক্ষা না করে সে স্থানীয় ভাবে চিকিৎসা নিচ্ছিলেন। শনিবার ভোর ৩টায় সে করোনা উপসর্গ নিয়ে মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বেলা ১০ টায় মৃত ব্যক্তির করোনা পরীক্ষার জন্য নমুনা নিতে আসবে বলে জানা যায়। এদিকে মৃত্যুর সাত ঘন্টা পর করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হলে ফলাফল সঠিক পাওয়া যাবে কি না এমন প্রশ্ন এলাকাবাসীর। প্রসঙ্গত, শুক্রবার ফরাজীকান্দি ইউনিয়নের কাচারীকান্দি গ্রামে করোনা উপসর্গ নিয়ে জামান হোসেন (১০) মারা যায়।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • মতলব উত্তর এর আরও খবর
error: Content is protected !!