চাঁদপুর জেলায় নতুন করে করোনায় আক্রান্ত ৭২, আক্রান্ত বেড়ে ৩৬৫

  • আপডেট: ০৩:৩৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০
  • ৩৬

ছবি-সংগৃহিত।

বিশেষ প্রতিনিধি:

চাঁদপুর জেলায় নতুন করে আরো ৭২জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৬৫িজনে। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১জনে।

 নতুন আক্রান্তদের মধ্যে জেলার সব উপজেলার বাসিন্দা রয়েছেন। সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, শুক্রবার চাঁদপুরে মোট রিপোর্ট এসেছে ২৭৪টি। এর মধ্যে করোনা পজেটিভ ৭২টি (মতলব আইসিডিডিআরবি’র ১টিসহ)। আরো ৩টি পজেটিভ রিপোর্ট পূর্বে আক্রান্তদের। বাকী ২০০টি রিপোর্ট নেগেটিভ। নতুন শনাক্তকৃতদের মধ্যে ৪জন মৃত। মৃতদের মধ্যে চাঁদপুর সদরের ২জন ও হাজীগঞ্জের ২জন রয়েছেন।

নতুন আক্রান্ত ৭১ মধ্যে রয়েছেন- চাঁদপুর সদরের ২০জন (মৃত ২জনসহ), হাজীগঞ্জের ১৭জন (মৃত ৪জনসহ), শাহরাস্তির ১১জন, মতলব দক্ষিণের ৭জন, হাইমচরের ৫জন, কচুয়ার ৪জন, ফরিদগঞ্জের ৪জন ও মতলব উত্তরের ৩জন।

নতুন শনাক্তসহ জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৬৪জন। আর মৃতের সংখ্যা বেড়ে হলো ২৯জন।

চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নতুন শনাক্তকৃত ২০জনের মধ্যে রয়েছেন উত্তর মৈশাদী ও রামপুরের বড়সুন্দর এলাকার মৃত ২জন, পুলিশ লাইন্সের এক পরিবারের ৪জন, পালপাড়ার ১জন, পুরানবাজারের ১জন, ওয়াপদা গেইটের ১জন, বাবুরহাট এলাকার ১জন। বাকীদের শনাক্তকরণের প্রক্রিয়া চলছে।

সূত্র মতে, চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৩৬৪জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৫৭জন, ফরিদগঞ্জে ৪৮জন, হাজীগঞ্জে ৪২জন, শাহরাস্তিতে ৩৪জন, মতলব দক্ষিণে ৩০জন, কচুয়ায় ২৩জন, মতলব উত্তরে ১৬জন ও হাইমচরে ১৫জন।

এছাড়া জেলায় মোট ৩১জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১০জন, হাজীগঞ্জে ৮জন, কচুয়ায় ৪জন, ফরিদগঞ্জে ৪জন, শাহরাস্তিতে ৩জন, মতলব উত্তরে ২জন ও মতলব দক্ষিণে ১জন।।

এদিকে শুক্রবার দুপুরে সিভিল সার্জন অফিস থেকে প্রথমে ৭৩জনের করোনা শনাক্তের কথা জানালেও সন্ধ্যায় জানানো হয়, এর মধ্যে ২জন আগেই আক্রান্ত ছিলেন। এগুলো তাদের দ্বিতীয় নমুনা টেস্টের রিপোর্ট। ফলে নতুন শনাক্ত/আক্রান্তের সংখ্যা হবে ৭১জন। আর জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা হবে ৩৬৫জন।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সমন্বয়ক আর জামায়াতের কারণে ইউনুছ সরকার ব্যর্থ হবে-ইঞ্জি. মমিনুল হক

চাঁদপুর জেলায় নতুন করে করোনায় আক্রান্ত ৭২, আক্রান্ত বেড়ে ৩৬৫

আপডেট: ০৩:৩৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০

বিশেষ প্রতিনিধি:

চাঁদপুর জেলায় নতুন করে আরো ৭২জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৬৫িজনে। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১জনে।

 নতুন আক্রান্তদের মধ্যে জেলার সব উপজেলার বাসিন্দা রয়েছেন। সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, শুক্রবার চাঁদপুরে মোট রিপোর্ট এসেছে ২৭৪টি। এর মধ্যে করোনা পজেটিভ ৭২টি (মতলব আইসিডিডিআরবি’র ১টিসহ)। আরো ৩টি পজেটিভ রিপোর্ট পূর্বে আক্রান্তদের। বাকী ২০০টি রিপোর্ট নেগেটিভ। নতুন শনাক্তকৃতদের মধ্যে ৪জন মৃত। মৃতদের মধ্যে চাঁদপুর সদরের ২জন ও হাজীগঞ্জের ২জন রয়েছেন।

নতুন আক্রান্ত ৭১ মধ্যে রয়েছেন- চাঁদপুর সদরের ২০জন (মৃত ২জনসহ), হাজীগঞ্জের ১৭জন (মৃত ৪জনসহ), শাহরাস্তির ১১জন, মতলব দক্ষিণের ৭জন, হাইমচরের ৫জন, কচুয়ার ৪জন, ফরিদগঞ্জের ৪জন ও মতলব উত্তরের ৩জন।

নতুন শনাক্তসহ জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৬৪জন। আর মৃতের সংখ্যা বেড়ে হলো ২৯জন।

চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নতুন শনাক্তকৃত ২০জনের মধ্যে রয়েছেন উত্তর মৈশাদী ও রামপুরের বড়সুন্দর এলাকার মৃত ২জন, পুলিশ লাইন্সের এক পরিবারের ৪জন, পালপাড়ার ১জন, পুরানবাজারের ১জন, ওয়াপদা গেইটের ১জন, বাবুরহাট এলাকার ১জন। বাকীদের শনাক্তকরণের প্রক্রিয়া চলছে।

সূত্র মতে, চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৩৬৪জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৫৭জন, ফরিদগঞ্জে ৪৮জন, হাজীগঞ্জে ৪২জন, শাহরাস্তিতে ৩৪জন, মতলব দক্ষিণে ৩০জন, কচুয়ায় ২৩জন, মতলব উত্তরে ১৬জন ও হাইমচরে ১৫জন।

এছাড়া জেলায় মোট ৩১জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১০জন, হাজীগঞ্জে ৮জন, কচুয়ায় ৪জন, ফরিদগঞ্জে ৪জন, শাহরাস্তিতে ৩জন, মতলব উত্তরে ২জন ও মতলব দক্ষিণে ১জন।।

এদিকে শুক্রবার দুপুরে সিভিল সার্জন অফিস থেকে প্রথমে ৭৩জনের করোনা শনাক্তের কথা জানালেও সন্ধ্যায় জানানো হয়, এর মধ্যে ২জন আগেই আক্রান্ত ছিলেন। এগুলো তাদের দ্বিতীয় নমুনা টেস্টের রিপোর্ট। ফলে নতুন শনাক্ত/আক্রান্তের সংখ্যা হবে ৭১জন। আর জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা হবে ৩৬৫জন।