• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১ জুন, ২০২০
সর্বশেষ আপডেট : ১১ জুন, ২০২০

চাঁদপুরে ঢাকার ইনারহুইল ক্লাবের পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার দান

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

বিশেষ প্রতিনিধি:

২৫০ শয্যা চাঁদপুর সদর সরকারি জেনারেল হাসপাতালে ঢাকার ইস্কাটন ইনারহুইল ক্লাবের পক্ষ থেকে একটি অক্সিজেন সিলিন্ডার দান করা হয়েছে। সেই সাথে একটি মিটারবক্স, অক্সিমটার ও নেবুলাইজার মেশিন প্রদান করা হয়।

বৃহস্পতিবার দুপুরে সদর হাসপাতাল প্রাঙ্গনে এগুলো বুঝে নেন চাঁদপুর সিভিল সার্জন ডা.মো.সাখাওয়াত উল্লাহ, সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ববধায়ক ডা.মাহবুবুর রহমান ও আরএমও ডা. সুজাউদ্দৌলা রুবেল। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.আহসান উল্লাহ প্রমুখ।

ইস্কাটন ইনারহুইল ক্লাবের সেক্রেটারী অ্যাড.মোরশেদা নাসির বলেন, দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভর বেড়ে যাওয়ায় স্বাস্থ্যসেবায় অক্সিজেন সল্পতাসহ নানা ধরনের সংকট তৈরী হয়েছে। এ জন্য আমরা  আমাদের ক্লাব সদস্যদের আর্থিক সহায়তায় চাঁদপুর ২৫০ শয্যা সদর সরকারি জেনারেল হাসপাতাল ও ঢাকার আয়শা মেমোরিয়াল হাসপাতালে এসব চিকিৎসা সরঞ্জাম প্রদান করি। এছাড়া মানবতার সেবায় আমরা নিয়মিতভাবে নানা ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছি।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • চাঁদপুর সদর এর আরও খবর
error: Content is protected !!