• ঢাকা
  • শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১ জুন, ২০২০
সর্বশেষ আপডেট : ১১ জুন, ২০২০

যুগান্তর হাজীগঞ্জ প্রতিনিধির মেয়ে ভবিষ্যৎএ উচ্চ শিক্ষাগ্রহণ করতে চায়

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]
খালেকুজ্জামান শামীম এর মেয়ে  সাবেকুন্নাহার ( নাশিত)সহ বাবা ও কন্যা।

নিজস্ব প্রতিনিধি:

দৈনিক যুগান্তরের হাজীগঞ্জ প্রতিনিধি খালেকুজ্জামান শামীম এর মেয়ে  সাবেকুন্নাহার( নাশিত)। ২০২০ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ- ৫পেয়েছে। সে হাজীগঞ্জ উপজেলার জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছিল।

নাশিত ২০২০ সালেই পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক স্কুল ভিত্তিক প্রতিযোগীতা মুলক অনুষ্ঠান  ‘বর্ণীল কৈশোর’ এ  ইয়েস কার্ড পেয়ে দেশ সেরা ১০  মেধার একজন হয়েছে।

সে   পিইসিতে জিপি-৫ ও সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছে। তা ছাড়াও হাজীগঞ্জ শিক্ষা কল্যাণ ট্রাষ্টের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রণী থেকে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে।

সাবিকুন্নাহার নাহার নাশিত ১ ভাই ১ বোনের মধ্য বড়। মা শাহিনা আহম্মেন হাছনু  গৃহিণী। বাবা খালেকুজ্জামান শামীম পেশায় সাংবাদি। দাদা মৃত খলিলুর রহমান স্কুল শিক্ষক ছিলেন।

নাসিত  আদর্শ শিক্ষকের  পরিবারের সম্মান ধরে রাখতে  উচ্চ শিক্ষা গ্রহন করতে চায়।

নিম্ম মধ্যবিত্ত  পরিবার থেকে এ শিক্ষা অর্জন কঠিন হলেও সে এ ধারা অব্যাহত রাখতে আগ্রহী।দেশ বাসীর কাছে দোয়া চায়।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • শিক্ষা এর আরও খবর
error: Content is protected !!