• ঢাকা
  • রবিবার, ১৪ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭ জুন, ২০২০
সর্বশেষ আপডেট : ৭ জুন, ২০২০

হাসপাতালের সামনে ছটফট করতে করতে স্ত্রীর কাঁধেই মারা গেলেন স্বামী, করোনার ভয়ে এগিয়ে আসেনি কেউ

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]
সদর হাসপাতালের জরুরী বিভাগ থেকে নেয়া ছবি।

বিশেষ প্রতিনিধি:

নুরুল আমিন  খান  নুরু (৪৫) নামে এক ব্যক্তি জ্বরে অসুস্থ হয়ে পরায় স্ত্রীসহ স্বজনরা চিকিৎসার জন্য নিয়ে আসেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে। তখন সময় রবিবার বেলা পৌণে ১ টা। অটোবাইকের পিছনের সীটে স্ত্রীর সঙ্গে বসা রোগীটি। কিছুক্ষণের মধ্য মুখে লালা বের হয়ে দপাতে দপাতে স্ত্রীর কাধে ভর করে দম গেল লোকটির। করোনা রোগী মনে করে আতঙ্কে ছিল সবাই।

জরুরি বিভাগে নেয়ার জন্য কেউ এগিয়ে আসেনি। এ দৃশ্য দেখে স্বাস্থ্য সহকারি আল আমিন ছুটে এসে সহকর্মিকে ট্রলি নিয়ে আসতে বললেন। ট্রলিও আনা হল, কিন্তু সেটিও দুটি চাকা ভাঙ্গা। এ পরিস্থিতির মধ্য ধরাধরি করে ট্রলিতে নামনো হলেও ততক্ষণে তিনি বেঁচে নেই। এমনটাই ঘোষণা দিলেন কর্তব্যরত চিকিৎসক। ভাঙ্গা ট্রলিতেও ঠাই হয়নি জরুরি বিভাগে।

স্ট্রোক করে লোকটির মৃত্যু হয়েছে বলে জানা যায়।

হাসপাতালের বারান্দায় ভাঙ্গা ট্রলিতে স্বামীর নিথর দেহ নিয়ে এভাবেই স্ত্রীর আহ্ কি কান্না। দূর থেকে অনেককেই তা প্রত্যক্ষ করেন।

মৃত নুরুল আমিন শহরের প্রফেরপাড়া রহিম খানের ছেলে। বিপনীবাগ স্টিলের দোকানদারী করত সে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • চাঁদপুর সদর এর আরও খবর
error: Content is protected !!