• ঢাকা
  • শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩১ মে, ২০২০
সর্বশেষ আপডেট : ৩১ মে, ২০২০

মতলব উত্তরে অসহায় কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দিল ছাত্রলীগ নেতা সুজন ভূঁইয়া

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]
মতলব উত্তরে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী সুজন ভূঁইয়ার নেতৃত্বে কিছু নেতাকর্মী।

মনিরুল ইসলাম মনির:

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এর অনুপ্রেরণায় চাঁদপুরের মতলব উত্তরে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী সুজন ভূঁইয়ার নেতৃত্বে কিছু নেতাকর্মী। শুক্রবার সকালে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী সুজন ভূঁইযার নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা ফতেপুর পূর্ব ইউনিয়নের রসূলপুর গ্রামের মাঠ থেকে ধান কেটে কৃষকের বাড়ি পর্যন্ত পৌঁছে দেন।

স্থানীয়রা জানান, দেশে করোনাভাইরাসের কারণে লকডাউন থাকায় কৃষি শ্রমিক সংকট দেখা দিয়েছে। মাঠে ধান পাকলেও সেই ধান কাটার লোক পাওয়া যাচ্ছে না। কীভাবে ধান কাটবেন, বাড়ি নেবেন, মাড়াই করবেন, কীভাবে অর্থের সংস্থান হবে- এ চিন্তায় অসহায় হয়ে পড়েছেন কৃষকরা। তাদের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগের একদল কর্মী।

রসূলপুর গ্রামের কৃষক মোস্তাক আহম্মদ বলেন, সবাই যদি এভাবে পাশে দাঁড়ায় তাহলে আমরা বড় রকম ক্ষতির হাত থেকে রক্ষা পাব। তিনি প্রধানমন্ত্রী ও ছাত্রলীগ নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ছাত্রলীগ নেতা সুজন ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এই কাজ আমরা অব্যাহত রাখব। যদি কারও সাহায্যের প্রয়োজন হয় আমাদের জানালে আমরা ওই কৃষকের পাশে দাঁড়াব।

ধান কাটার সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা শাহাদাত ঢালী, সোহাগ, বাকী বিল্লাহ, শুভ, শাহীন’সহ আরো অনেকে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • মতলব উত্তর এর আরও খবর
error: Content is protected !!