• ঢাকা
  • শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ মে, ২০২০
সর্বশেষ আপডেট : ২৯ মে, ২০২০

হাজীগঞ্জে আরো ১জন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ১১

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]
ফাইল ছবি-নতুনেরকথা।

হাজীগঞ্জ, ২৯ মে, শুক্রবার:

চাঁদপুরের হাজীগঞ্জে নতুন করে আরো ১জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে হাজীগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১১জন।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ওপরিবার  পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ এম চিশতি জানান, নতুন আক্রান্তদের ব্যক্তি ঢাকা থেকে এসেছে। হাজীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছিলো। তার বাড়ী রাজারগাঁও ইউনিয়নে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি জানান, হাজীগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত রাজারগাঁওয়ের যুবক ঢাকা থেকে এসেছিল। সে আবার ঢাকায় চলেগেছে।

অপর দিকে করোনায় এ পর্যন্ত হাজীগঞ্জের একজন নিহত হয়েছে। তিনি পশ্চিম রাজারগাঁও গ্রামের ফাতেমা আকতার। তিনি চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে নিহত হয়। পরে নমুনা রিপোর্টে তার করোনা পজেটিভ আসে। তার স্বামী জাহাঙ্গীর আলমের বাড়ী চট্রগ্রামে। তিনি চাঁদপুরে ব্যবসা করতেন।

বৃহস্পতিবার রাতে ও শুক্রবার মোট ৩৬টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ৭টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকীগুলো করোনা নেগেটিভ।

এ নিয়ে জেলায় মোট কেরোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৬৬জন। এর মধ্যে মৃত ১৩জন, সুস্থ হয়েছেন ৩৪জন। চিকিৎসাধীন ১১৯জন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • হাজীগঞ্জ এর আরও খবর
error: Content is protected !!