• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২০
সর্বশেষ আপডেট : ১৭ এপ্রিল, ২০২০

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়াল

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]
করোনার ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:

মহামারী করোনাভাইরাস বিশ্বের অধিকাংশ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে।

করোনায় প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ লাখ ২৭ হাজার ৬৬৯ জন। মারা গেছেন ১ লাখ ৫০ হাজার ৬২৫ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে ১৫ লাখ ১৩ হাজার ৫৩৮ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৫৬ হাজার ৩৭৪ জন (৪ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৫ লাখ ৬৩ হাজার ৭৮১ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন। আর মারা গেছেন ১ লাখ ৫০ হাজার ৬২৫ জন রোগী।

আরো পড়ুন: দেশে ২৪ ঘণ্টায় করোনায় ১৫ জনের মৃত্যু

গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

করোনা থাবা বসিয়েছে বাংলাদেশেও। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২৬৬ জন। এ নিয়ে দেশে করোনায় মোট ৭৫ জনের মৃত্যু, ১ হাজার ৮৩৮ জন আক্রান্ত ও ৫৮ জন সুস্থ হয়েছেন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • আন্তর্জাতিক এর আরও খবর
error: Content is protected !!