• ঢাকা
  • মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২১ মে, ২০২০
সর্বশেষ আপডেট : ২১ মে, ২০২০

পৌর কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রধানমন্ত্রীর ২৫ কোটি টাকার অনুদান

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

অনলাইন ডেস্ক:

পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের লক্ষ্যে ত্রাণ তহবিল থেকে ২৫ কোটি টাকা বরাদ্দের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার এ টাকা বরাদ্দের অনুমোদন দেয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ৫ ধারায় পৌরসভাকে সরকারের একটি প্রশাসনিক ইউনিট হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। আইনের ৯১(৪-এর ক) ধারায় বলা আছে, কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা পৌরসভার তহবিল থেকে দিতে হবে।

কিন্তু অনেকেই বলছেন, মেয়রদের ব্যর্থতার কারণে এখন সরকারকেই বেতন-ভাতার জোগান দিতে হচ্ছে রাষ্ট্রীয় কোষাগার থেকে।

এ নিয়ে সংবাদ মাধ্যমেও খবর প্রকাশ হচ্ছে। গত ২৩ মার্চ কয়েকটি অনলাইনে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন বন্ধ ১০ মাস, তবুও স্বস্তিতে পৌরমেয়র শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।

খবরে বলা হয়, ‘রাজশাহীর কাঁকনহাট পৌরসভার ৩০ কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা বন্ধ রয়েছে ১০ মাস। এতে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন কর্মীরা। অভিযোগ উঠেছে মেয়রের অব্যবস্থাপনায় বেতন হচ্ছে না। দীর্ঘদিন ধরেই চলে আসছে এই অব্যবস্থাপনা। এতে ক্ষুদ্ধ কর্মীরা।’

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর
error: Content is protected !!