• ঢাকা
  • শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৭ মে, ২০২০
সর্বশেষ আপডেট : ১৭ মে, ২০২০

সোমবারকে ঘিরে হাজীগঞ্জ পুলিশের প্রস্তুতি

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

বিশেষ প্রতিনিধি:

১৮ মে সকাল ৮ থেকে ৩১ মে পর্যন্ত চাঁদপুর জেলায় সকল ধরনের যান্ত্রিক যানবাহন সিএনজি, অটোরিক্সার, যন্ত্রচালিত রিকশা চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। যানবাহন বন্ধে পুলিশের প্রস্তুতি নিয়ে রবিবার বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ কিউসি টাওয়ারের সামনে অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন ও অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি, ট্রাফিক ইন্সপেক্টর আবদুল্লাহ আল মামুনসহ থানার অন্যান্য কর্মকর্তারা মতবিনিময় করে।

জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান একগণবিজ্ঞপ্তি প্রকাশ করেন তাতে উল্লেখ করেন “এতদ্বারা চাঁদপুর জেলার সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহামারী করোনাভাইরাস এর বিস্তার প্রতিরোধকল্পে জেলার করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক ১৮ মে ২০২০ খ্রি. সকাল ৮ ঘটিকা হইতে ৩১ ই মে পর্যন্ত এ জেলার সকল প্রকার যান্ত্রিক যানবাহন সিএনজি, অটোরিক্সার, যন্ত্রচালিত রিকশা চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

জরুরী প্রয়োজনে বাড়ি থেকে বের হওয়া ক্ষেত্রে আবশ্যিকভাবে স্বাস্থ্যবিধি পালন পূর্বক মুখে মাস্ক সহ সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধ করা হল। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • হাজীগঞ্জ এর আরও খবর
error: Content is protected !!