• ঢাকা
  • বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৩ মে, ২০২০
সর্বশেষ আপডেট : ১৩ মে, ২০২০

ফরিদগঞ্জে পানিতে পড়ে দেড় বছর বয়সি শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

ফরিদগঞ্জ প্রতিনিধি:

ফরিদগঞ্জে পানিতে ডুবে মো: রাফি নামের দেড় বছর বয়সী এক শিশুর করুন মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ মে) সকাল ১১টার দিকে উপজেলার পশ্চিম রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা গ্রামের বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। সে বেপারি বাড়ির সৌদি প্রবাসী লিটন হোসেনের ছোট ছেলে।

বেপারি বাড়ির মো: কামরুজ্জামান জানান, সৌদি প্রবাসী লিটন হোসেনের বাড়ি ফরিদপুর জেলায়। তিনি প্রবাসে থাকায় তার স্ত্রী শিউলি বেগম দুই পুত্র সন্তানকে নিয়ে তার বাপের বাড়িতে গত বছর দুয়েক ধরে বসবাস করে আসছেন। বুধবার সকালে রাফি বাড়ির অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল। শিউলি বেগম রান্না-বান্নার কাজসহ গৃহস্থালি কাজ শেষ করে দুই পুত্র সন্তানকে নিয়ে ঈদের কেনাকাটার জন্য বাজারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু এরই মধ্যে রাফি বাড়ির অন্যান্য শিশুদের সাথে খেলারত অবস্থায় সকলের অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। তাকে প্রথমে ডাকাডাকি ও খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে তার নিথর দেহ ভাসতে দেখা যায়।

পরে দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • ফরিদগঞ্জ এর আরও খবর
error: Content is protected !!