• ঢাকা
  • শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ মে, ২০২০
সর্বশেষ আপডেট : ১০ মে, ২০২০

শাহরাস্তিতে আত্মহত্যার চেষ্টাকারী গৃহবধুর মৃত্যুর ঘটনায় স্বামী আটক 

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

 মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ

শাহরাস্তিতে বটি দিয়ে আত্মহত্যার চেষ্টাকারী গৃহবধু শাহিনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শাহরাস্তি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ নিহত গৃহবধুর স্বামী রাহাত হোসেনকে আটক করেছে।

ঘটনার বিবরনে জানাজায় শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের কুরকামতা বেপারী বাড়ির রাহাত হোসেনের স্ত্রী ১ সন্তানের জননী শাহিন আক্তারকে  গত ২৯ এপ্রিল সকাল বেলা অপরিচিত ২ যুবক অসৎ উদ্দেশ্যে তার ঘরে ঢুকে তাকে শ্লীলতাহানির চেষ্টা করে।  এতে সে বাঁধা দিলে দূর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়।

যা তার নিজের স্বীকারোক্তি ভিডিওতে পাওয়া গেছে। ওই দিনই সকালে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রেরন করেন, ওই দিন  বিকেলে তার বাবা মা তাকে নিজ বাড়ি পৌরসভার চিকুটিয়া গ্রামে নিয়ে যায়।

ঘটনার দিন ভিকটিম শাহিন হাসপাতালে অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেনের উপস্থিতি পুলিশের নিকট স্বীকারোক্তি দেয় যে  সে নিজের গলায় নিজেই বটি দিয়ে কেটে আত্মহত্যার চেষ্টা করেছে।

পুনরায় গৃহবধু শাহিন গত  ৭ মে বৃহস্পতিবার  দুপুরে  বাবার বাড়িতে   অসুস্থ  হয়ে  পড়লে  প্রথমে শাহরাস্তি  উপজেলা  স্বাস্থ্য  কমপ্লেক্স  ও  পরে  কুমিল্লা  মেডিকেল  কলেজ হাসপাতালে  নিয়ে যায়।  কুমিল্লা  হতে  ফেরার  পথে  শুক্রবার ৮ মে সকালে গাড়িতে তার  মৃত্যু  হয়।

এ ব্যাপারে নিহতের বাবা আবুল কালাম বাদী হয়ে শাহরাস্তি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। শাহরাস্তি থানার মামলা নং ৩ তাং ০৮/০৫/২০২০।

এ দিকে থানায়  হত্যার  অভিযোগ দায়ের  করলেও  নিহতের  পিতা  আবুল  কালাম সাংবাদিকদের  জানিয়েছেন,  বিভিন্ন  হাসপাতালে  ছুটাছুটি  করলেও মুলত  চিকিৎসার  অভাবে  তার  মেয়ের  মৃত্যু  হয়েছে।

তিনি  জানান, বৃহস্পতিবার  দুপুরে  ধান  শুকাতে  গিয়ে  শাহীন  মাথা  ঘুরে  পড়ে  যায়। সাথে সাথে তাকে শাহরাস্তি  উপজেলা  স্বাস্থ্য  কমপ্লেক্সে  নিয়ে  যাওয়া  হয়। সেখানে  তাকে  ভর্তি  করা  হলে  করোনা  আতংকে  হাসপাতাল  রোগীশূন্য থাকায়  আমরা  রাতেই  হাসপাতাল  হতে  তাকে  বাড়ি  নিয়ে  যাই।  শুক্রবার  ভোর রাতে  তার  অবস্থার  অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে  যাওয়া  হয়।  সেখানে  ভ র্তি  করা  হলে  আশপাশে  করোনা  রোগী থাকায়  আমরা  তাকে  নিয়ে  বাড়ির  উদ্দেশ্যে যাত্রা  করলে  পথিমধ্যে  তার  মৃত্যু হয়।

শাহরাস্তি  থানার  অফিসার  ইনচার্জ  মোঃ  শাহ আলম  জানান, ভিকটিমের পিতা  এ  ঘটনায়  মামলা  দায়ের  করেছে।  তদন্ত  সাপেক্ষে  বিস্তারিত  ব্যবস্থা নেয়া  হয়ে। হাজীগঞ্জ  ও  কচুয়া  সার্কেলের অতিরিক্ত  পুলিশ  সুপার  আফজাল  হোসেন জানান,  ঘটনার  সাথে  ছড়িয়ে  পড়া  ভিকটিমের  ভিডিও  বক্তব্যের প্রেক্ষিতে  পুলিশ  বিশদভাবে  তদন্ত  কার্যক্রম  চালায়।  এতে  বিষয়টি আত্মহত্যার  চেষ্টা  বলে  তদন্তে  উঠে  আসে।  এ ব্যপারে শাহরাস্তির পুলিশ শাহিন আক্তারের  স্বামী রাহাত হোসেনকে আটক করে কোর্টে প্রেরণ করেছেন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • শাহরাস্তি এর আরও খবর
error: Content is protected !!