• ঢাকা
  • শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯ মে, ২০২০
সর্বশেষ আপডেট : ৯ মে, ২০২০

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত হাজীগঞ্জের সকল মার্কেট বন্ধ থাকবে

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

নিজস্ব প্রতিনিধি:

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আগামীকাল রবিবার ১০ মে থেকে হাজীগঞ্জের সকল মার্কেট বন্ধ থাকবে। পাশাপাশি হকার ও ফুটপাতেও কেউ বসতে পারবেনা। জেলায় পুরোপুরি লকডাউন বাস্তবায়ন করা হবে।

জেলা প্রশাসকের নির্দেশক্রমে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া এ নির্দেশনা জারি করেন। তার অফিসিয়াল ফেইসবুকে এ সংক্রান্ত বিজ্ঞাপ্তি প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয় থেকে যে নির্দেশনা জারি করা হয়েছে তা তুলে ধরা হলো –

এতদ্বারা চাঁদপুর জেলার সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চাঁদপুর জেলায় মহামারী প্রাণঘাতী করোনা

ভাইরাসের প্রাদুর্ভাব হঠাৎ বেড়ে যাওয়ার কারণে আগামী ১০/০৫/২০২০ তারিখ সকাল ৬:০০ টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল শপিং মল, বিপনী বিতান, মার্কেট, দোকান-পাট, ব্যবসা কেন্দ্র আবশ্যিকভাবে বন্ধ থাকবে। একই সাথে ফুটপাতে বা প্রকাশ্য খোলা স্থানে হকার/ফেরীওয়ালা/ অস্থায়ী দোকান-পাট বসা সম্পূর্ণ নিষেধ থাকবে।

তবে পূর্বের ন্যায় জরুরী পরিসেবা, অত্যাবশ্যকীয় নিত্য প্রয়োজনীয় পণ্য, কাঁচাবাজার, খাবার দোকান, ঔষধ, জরুরী পরিসেবা চালু থাকবে। মসজিদে আগত মুসল্লীদের নামাজ আদায়ের ক্ষেত্রে আবশ্যিকভাবে স্বাস্থ্য বিধি পালন পূর্বক মুখে মাস্ক পরিধানসহ সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অনুরোধ করা হলো

এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
…………..
আদেশক্রমে
জেলা প্রশাসক, চাঁদপুর।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

error: Content is protected !!