• ঢাকা
  • সোমবার, ২২শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ মে, ২০২০
সর্বশেষ আপডেট : ৩ মে, ২০২০

বিশ্বে করোনায় আক্রান্ত ৩৫ লাখের বেশী, প্রায় আড়াই লাখ

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]
ছবি-নতুনেরকথা।

অনলাইন ডেস্ক:

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আক্রান্তের দিক দিয়ে প্রতিদিন একেকটি দেশ নতুন নতুন রেকর্ড গড়ছে।

সারা বিশ্বে ভাইরাসটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৫ লাখের বেশি মানুষ। আর এতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় আড়াই লাখ মানুষের। পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ লাখ ৩৩ হাজার ৩৮২ জন। রোববার রাতে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের দেয়া তথ্যে এসব জানা গেছে।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৬৫ হাজার ৬৫৩ জন। আর এতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৬৭ হাজার ৫৯৫ জন। এর পরেই আক্রান্তের দিক দিয়ে স্পেন দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় আড়াই লাখ আর এতে সংক্রমিত হয়ে মারা গেছেন ২৫ হাজারের বেশি মানুষ।

এরপরই আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানের রয়েছে ইতালি। তবে মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯ হাজার ৩২৮ জন। আর এতে সংক্রমিত হয়ে মারা গেছেন ২৮ হাজার ৭১০ জন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • আন্তর্জাতিক এর আরও খবর
error: Content is protected !!