• ঢাকা
  • শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২০
সর্বশেষ আপডেট : ২৫ এপ্রিল, ২০২০

হাটিলা পূর্ব ইউনিয়নে মেজর অব. রফিকুল ইসলাম এমপির খাদ্য সহায়তা প্রদান

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

গাজী মহিনউদ্দিন:
বৈশি^ক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় হাজীগঞ্জের ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নে চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য, নৌ-পরিবহন মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অব. রফিকুল ইসলাম এমপির ব্যক্তিগত উদ্যোগে উপার্জনহীন ৩ শতাধিক পরিবারের মাঝে খাদ্যদ্রব্য সহায়তা প্রদান করা হয়েছে।
২৪ এপ্রিল শুক্রবার উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন ও বড়কুল পশ্চিম ইউনিয়নে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এ সময় টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন মেজর অব. রফিকুল ইসলাম এমপি। করোনা ভাইরাসে লকডাউন থাকায় ঢাকা থেকে আসতে না পারার কারণে দুঃখ প্রকাশ করেন।
মেজর অব. রফিকুল ইসলাম এমপির পক্ষে খাদ্য সহায়তা প্রদান করেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা উন্নয়ন কমিটির সমন্বয়ক আলহাজ¦ অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার, চাঁদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহসান হাবীব অরুন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা উন্নয়ন সমন্বয়ক কমিটির যুগ্ম প্রধান সমন্বয়ক হাজী জসিম উদ্দিন, ২নং বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, যুগ্ম-আহবায়ক জাকির হোসেন সোহেল, হাজীগঞ্জ শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বী।
এদিন সকাল সাড়ে ১০টায় হাটিলা পূর্ব ইউনিয়নের টঙ্গিরপাড় উচ্চ বিদ্যালয় মাঠে ৩শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক সাখাওয়াত হোসেন পাটওয়ারীর সার্বিক সঞ্চালনায় খাদ্য সামগ্রী সহায়তা প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মির্জা জলিলুর রহমান, সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন মিয়াজী, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. রাসেল মজুমদার প্রমুখ।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • হাজীগঞ্জ এর আরও খবর
error: Content is protected !!