• ঢাকা
  • বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২০
সর্বশেষ আপডেট : ২২ এপ্রিল, ২০২০

মজা নেওয়ার জন্য সরকারি পরিসেবায় ফোন,আটক স্কুল ছাত্র

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

নাটোর প্রতিনিধিঃ

নাটোরে সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রের মিথ্যা প্রচারণায় বিভ্রান্তিতে পড়তে হয়েছে পুলিশকে। মজা নেওয়ার জন্য ওই ছাত্র সরকারের বিভিন্ন পরিসেবা নম্বরে বারবার ফোন দিয়ে নিজেকে করোনা রোগী পরিচয় দিয়েছে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ওই ছাত্রকে উপজেলার টলটলিয়া পাড়া থেকে আটক করা হয়।

নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আটক স্কুল ছাত্র মজা নেওয়ার জন্য সে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সরকারের বিভিন্ন পরিসেবা নম্বরে ফোন করে বিভ্রান্তি করেছে। তার মোবাইল ফোনের সিডিআর পর্যালোচনা করলে দেখা যায় ৬ এপ্রিল হতে ২০ এপ্রিল পর্যন্ত সে সরকারী টোল ফ্রি ৩৩৩ নম্বরে ৩১৬ বার, ১৬২৬৩ নম্বরে ৬৩ বার, ১০৬৫৫নম্বরে ৪০ বার, ১০৯ নম্বরে ৩১ বার এবং ৯৯৯ এ ২৩ বার কল করে বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক তথ্য প্রদান করেছে।

তার এই মিথ্যা তথ্য প্রদানের কারণে মাঠ পর্যায়ে কর্মরত পুলিশসহ প্রশাসনকে হয়রানির শিকার হতে হয়েছে। এ বিষয়ে আটক স্কুল ছাত্রের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • সারা দেশ এর আরও খবর
error: Content is protected !!