• ঢাকা
  • শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২০
সর্বশেষ আপডেট : ২১ এপ্রিল, ২০২০

চাঁদপুরে নতুন কোন আক্রান্ত নেই, মতলবে মৃত যুবকের রিপোর্ট নেগেটিভ

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

চাঁদপুর, ২১ এপ্রিল, মঙ্গলবার॥

চাঁদপুরে করোনা ভাইরাসে নতুন কোন আক্রান্ত হওয়ার রিপোর্ট নেই। তবে গত বৃহস্পতিবার মতলব উত্তরে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া যুবকের রিপোর্ট নেগেটিভ এসেছে। অর্থাৎ ওই যুবক করোনায় আক্রান্ত ছিলেন না।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ঢাকা থেকে রিপোর্ট আসার পর এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মো. সাখাওয়াত উল্যাহ।

জানাগেছে, করোনা উপসর্গ নিয়ে মৃত ওই যুবক কুমিল্লার দাউদকান্দিতে ছিলেন শ^শুর বাড়ীতে। সেখান থেকে গত বুধবার তাকে বোনের বাড়ী মতলব উত্তর উপজেলার পুতিয়ারপাড় বোনের বাড়ীতে দিয়ে যান। বোনের বাড়ীতে অবস্থান নিলে সেখানকার লোকজন আপত্তি করলে বৃহস্পতিবার চলে আসেন নিজ বাড়ী উপজেলার শিকারীকান্দি গ্রামে। সেখানে তার মৃত্যু হয়। তার করোনা নমুনা সংগ্রহ করা হয় এবং ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়।

এদিকে চাঁদপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য সূত্রে জানাগেচে, জেলাতে মোট আক্রান্ত ১২ জন, একজন মৃত, ১ জন সুস্থ ও ১০ জন চিকিৎসা নিচ্ছেন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

error: Content is protected !!