• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২০
সর্বশেষ আপডেট : ২১ এপ্রিল, ২০২০

উপহার নিয়ে সচেতনতা বাড়াতে রাতে ছুটে গেলেন পুলিশ

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

বিশেষ প্রতিনিধি:

করোনার প্রাদুর্ভাব এড়াতে সচেতনতা বাড়াতে গ্রামের প্রত্যান্ত অঞ্চলে উপহার নিয়ে ছুটে গেলেন চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশ।
সোমবার রাতে হাজীগঞ্জ উপজেলার ৮ নং হাটিলা টঙ্গীরপাড় ইউনিয়নের লাওকোরা গ্রামে ১০ পরিবার ও ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা গ্রামে ২০ পরিবারসহ মোট ৩০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রীর উপহার দেয়া হয়।
ওইসময় হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি জনসচেতনতামূলক বক্তৃতা রাখেন। তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে তিন ফুট দুরত্বে থাকবেন। অবশ্যই মাস্ক ছাড়া কেউ ঘর থেকে বাহির হবেন না।
তিনি আরো বলেন, জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় পুলিশের পক্ষ থেকে সমাজে কর্মহীন ও দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী উপহার তুলে দেয়া হয়। এমন কার্যক্রম সাধ্যমত অব্যাহত থাকবে।
ওইসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানা তদন্ত ওসি মো. আবদুর রশিদসহ পুলিশ সদস্যবৃন্দ।
উল্লেখ্য,  গত কয়েকদিন ধরে রাতে উপজেলার গ্রামাঞ্চলে উপহার নিয়ে ছুটে যাচ্ছেন পুলিশ।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • হাজীগঞ্জ এর আরও খবর
error: Content is protected !!