• ঢাকা
  • বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২০
সর্বশেষ আপডেট : ১৫ এপ্রিল, ২০২০

হু’র অর্থায়ন বন্ধের ঘোষণায় ট্রাম্পের সমালোচনায় চীন-জার্মানি

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিলে অর্থ না দেয়ার সিদ্ধান্তে আন্তর্জাতিক সমালোচনা বাড়ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে।তার এমন সিদ্ধান্তের সমালোচনা করেছে চীন এবং জার্মানিও।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন এই সিদ্ধান্তে চীন ‘গভীরভাবে উদ্বিগ্ন’। তিনি বলেছেন মহামারীর একটা দুর্যোগপূর্ণ সময়ে এই সিদ্ধান্ত এল। জার্মানির পররাষ্ট্র মন্ত্রী হেইকো মাস বলেছেন ‘দোষারোপ করা কোনো কাজের কথা নয়।’

তিনি আরও বলেন, এই ভাইরাসের বিস্তার ঠেকানোর সবচেয়ে ভালো উপায় হল পরীক্ষা ব্যবস্থা এবং টিকা উদ্ভাবন ও বিতরণ প্রক্রিয়ার ব্যাপারে জাতিসংঘ এবং হু-কে আরও শক্তিশালী করে তোলা।

বিবিসি জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিল বন্ধ করলেও আন্তর্জাতিক এ সংস্থাটির তহবিল বন্ধে যুক্তরাজ্যের কোনো পরিকল্পনা নেই।

দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের মুখপাত্র বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিকভাবে বিশ্বব্যাপী জনস্বাস্থ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।করোনারোধে যুক্তরাজ্য ৯৩ মিলিয়ন ডলার অনুদান দেবে।

ইইউর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বরেল বলেছেন এই সিদ্ধান্ত ‘অত্যন্ত দু:খজনক’। তিনি আরও বলেছেন ‘করোনাভাইরাস মহামারি থামানো এবং এর প্রতিকারে সহায়তার জন্য যখন তাদের আরও বেশি প্রয়াসের দরকার, তখন এরকম একটা মুহূর্তে এই সিদ্ধান্তের পেছনে কার্যকারণ দেবার কোন যুক্তি নেই।’

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • আন্তর্জাতিক এর আরও খবর
error: Content is protected !!