• ঢাকা
  • রবিবার, ১৪ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩১ মার্চ, ২০২০
সর্বশেষ আপডেট : ৩১ মার্চ, ২০২০

শাহরাস্তিতে আলোকিত কৃষ্ণপুরের তফুর নেতৃত্বে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে মানবিক সেবা

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়:

আসুন  সবাই মিলে করোনা ভাইরাস মুক্ত সমাজ গড়ি, সরকারের আইন মেনে জনসচেতনতার লক্ষে কাজ করি – এই প্রতিপাদ্য কে সামনে রেখে চাঁদপুর শাহরাস্তি উপজেলাস্থ পৌর সভা ১১ নং ওয়ার্ড এর আলোকিত কৃষ্ণপুরের যুবসমাজের অহংকার তোফায়েল হোসেন তফুর নেতৃত্বে নিজ এলাকার প্রতিটি ঘরে ঘরে  পৌঁছে দিয়েছেন মানবিক সেবা – সাথে  দিচ্ছেন মাক্স, হ্যান্ড স্যানিটাইজার।  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেহেদী হাসান খালেদ, শাখাওয়াত হোসেন, মোঃ আখের, মোঃ  সোহেল , মোঃ সুজন, মোঃ ফাহিম, মোঃশান্ত , নেপাল সহ আলোকিত কৃষ্ণপুরের একঝাঁক নতুন তরুন উদ্যোগক্তা।

আলোকিত কৃষ্ণপুরের এমন  কর্মকাণ্ডে স্থানীয় মুক্তিযোদ্ধা লিয়াকত আলী ও মোঃ শাহীন  বলেন আমাদের এলাকার সন্তানরা সবসময় ভালো কাজ করে থাকেন,  দোয়া করি  মহান আল্লাহ পাক সবাইকে যেন হেফাজত করেন এবং সুস্থ ও নেক হায়াত দান করেন।

করোনা ভাইরাস মুক্ত থাকতে সবাইকে আতংকিত না হয়ে বেশি করে সচেতন হতে হবে,  পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে,  বিনা প্রয়োজনে বাজারে বা ঘরের বাহিরে যাওয়া, জনসমাগম হয় এমন জায়গা থেকে দূরে থাকতে হবে।  একে অন্যের কাছ থেকে ৩/৬ ফিট দূরে থাকতে হবে।  উল্লেখ্য, আলোকিত কৃষ্ণপুর সংগঠনটি ২০১৭  সাল থেকেই সামাজিক এবং শিক্ষা মূলক  যেকোনো উন্নয়ন মূলক কাজ বাস্তবায়ন করে যাচ্ছে।

আলোকিত কৃষ্ণপুরের করোনা নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষে কাজ করায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন – চট্রগ্রাম জজকোর্ট এর এ্যাডভোকেট মোঃ শামছুল আলম,  মোহনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার – চাঁদপুর জেলা প্রেসক্লাবের আজীবন সদস্য সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়,  বাখরাবাদ গ্যাস কোম্পানির দায়িত্বশীল কর্মকর্তা মোঃ আবুল হাসান সোহাগ, মোঃ শওকত আলী ইমন, মোঃ আকতার হোসেন রিপন প্রমুখ।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • শাহরাস্তি এর আরও খবর
error: Content is protected !!