• ঢাকা
  • মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২০
সর্বশেষ আপডেট : ৩০ মার্চ, ২০২০

ত্রান নিয়ে বাসা বাড়িতে ছুটছেন সদর ইউএনও

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর সদরের অসহায়, দুঃস্থ, দিনমজুরদের জন্য খাদ্য নিয়ে ছুটছেন সদর উপজেলা নির্বাহী ( ইউএনও )কর্মকর্তা কানিজ ফাতেমা। যেখানে মানুষ জীবন বাঁচাতে পরিবার-পরিজন নিয়ে হোম কোয়ারেন্টিনে রয়েছে, সেখানে তিনি পরিবার পরিজনকে রেখে ত্রাণ নিয়ে ছুটছেন মানুষের বাসা বাড়িতে।

গত কয়েকদিন ধরে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে খেটে খাওয়া মানুষের হাতে ত্রাণ তুলে দিচ্ছেন। সর্বশেষ তিনি ৩০ মার্চ সোমবার উপজেলার ঘোড়ামারা আশ্রয়ন প্রকল্পে” দুস্থ, অসহায়, বসবাসকারীদের ঘরে ঘরে সরকারি খাদ্য সহায়তা চাল ও সাবানসহ সামগ্রী তুলে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা জানান, আসুন সকলেই যার যার অবস্থান থেকে চেষ্টা করি যেনো করোনাকে আমরা মোকাবেলা করতে পারি। আল্লাহ আমাদের সবার সুস্থ্যতা দান করুন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ সাইফুল আলম পরিষদের সিএ দিদার হোসেনসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • চাঁদপুর সদর এর আরও খবর
error: Content is protected !!