• ঢাকা
  • শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ মার্চ, ২০২০
সর্বশেষ আপডেট : ২৯ মার্চ, ২০২০

মেজর রফিকের উদ্যোগে দূঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ করছেন ইউএনও বৈশাখী বড়ুয়া

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

গাজী মহিনউদ্দিন:

বিশ্ব মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় নিরলস পরিশ্রম করে যাচ্ছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। সারাদেশে সেচ্চায় হোম কোয়ারেন্টাইনে থাকা নিন্ম আয়ের মানুসের বাড়ি বাড়ি ত্রাণ সামগ্রী নিয়ে ছুটে যাচ্ছেন উপজেলার শীর্ষ এ কর্মকর্তা।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনীয় এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপির উদ্যোগে এ পর্যন্ত হাজীগঞ্জ পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়নে মোট ১৬৯ টি অসহায় পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।  শুধু ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া থেমে নেই। মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হাট বাজার দোকানপাটে গণ জমায়েত ভেঙ্গে দিয়ে নিয়মিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সর্তক করে আসছেন।

উপজেলার প্রত্যন্ত অঞ্চলের নিন্ম আয়ের মানুষ যারা খাবার সংকটে রয়েছেন তাদের নাম ঠিকানা সংগ্রহ করে বাড়ি বাড়ি ত্রাণ নিয়ে ছুটে যাচ্ছেন এ কর্মকর্তা।

২৯ মার্চ হাজীগঞ্জ উপজেলা বিভিন্ন স্থানে ত্রাণ সামগ্রী নিয়ে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাকির হোসেন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • হাজীগঞ্জ এর আরও খবর
error: Content is protected !!