• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৯ মার্চ, ২০২০
সর্বশেষ আপডেট : ১৯ মার্চ, ২০২০

হাজীগঞ্জে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ না মানায় ইতালি ও আমেরিকা প্রবাসিকে জরিমানা

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

হাজীগঞ্জ, ১৯ মার্চ, বৃহস্পতিবার:

চাঁদপুরের হাজীগঞ্জে সেলফ হোম কোয়ারেন্টিন না মানায় ২ প্রবাসিকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বৈশাখী বড়ুয়া উপজেলায় বিদেশ প্রত্যাগতদের দেখতে এবং সাধারণ জনগণকে সচেতনতার লক্ষে বিভিন্ন ইউনিয়নে যান এসময় উপজেলার সদর ইউনিয়নের সুুহিলপুর গ্রামের ইতালি ফেরত মৃত অলিউল্যাহর ছেলে মো. আ. আজিজ সেলফ হোম কোয়ারেন্টিন ভঙ্গ করে গ্রামে চলা ফেরায় করা তাকে সাবধান করে এবং প্রাথমিক অবস্থায় ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মীর সফিকুল ইসলাম তার সাথে ছিলেন।

পরে উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নে সদ্য আমেরিকা থেকে আসা মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মো. দাউদ পাটওয়ারী (৩৩) কে সেলফ হোম কোয়ারেন্টিন না মেনে এলাকার হাট বাজারে চলাচল করায় তাকে সাবধান করে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং তাদেরকে কমপক্ষে ১৪ দিন সেলফ হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়ুয়া বিদেশ থেকে আসা এসব প্রবাসিদের পরিবারদের আরো সচেতন হওয়ার আহবান জানিয়ে বলেন, দেশ, জাতি ও নিজের পরিবারের জন্যও হলেও আপনাদের সচেতন হতে হবে।

এ সময় তার সাথে উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মনি সূত্রধর, হাজীগঞ্জ থানার এসআই (উপ-পরিদর্শক) সাধন চন্দ্র সাহা, সিইও মো. নাসিরউদ্দিনসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • হাজীগঞ্জ এর আরও খবর
error: Content is protected !!