• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২০
সর্বশেষ আপডেট : ১৩ মার্চ, ২০২০

চাঁদপুরে বিএনপি সমর্থিত প্রার্থী শফিক ভূইয়ার জানাযায় মানুষের ঢল, মেয়র পদে নির্বাচন স্থগিত (ভিডিওসহ)

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

শরীফুল ইসলাম॥
বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী শফিকুর রহমান ভূঁইয়ার নামাজে জানাযায় মানুষের ঢল নামে। দলমত নির্বিশেষে মানুষ তার জানাযায় অংশ্রগ্রহণ করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী শফিক ভূঁইয়ার মরদেহ এক নজর দেখতে শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ এসে জমায়েত হয়। সন্ধ্যা পৌনে ছয়টায় জানাজার অনুষ্ঠিত হয়।

জানাযায় বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ একাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, পৌর সভার মেয়র নাছিরউদ্দিন আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ ওচমান গণি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী দুলাল, আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী জিল্লুর রহমান জুয়েল, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ ড. মো. আলমগীর কবির পাটওয়ারীসহ বিএনপি’র সাবেক সংসদ সদস্যগণ জানাযায় অংশগ্রহণ করেন।

আগামী ২৯মার্চ চাঁদপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবার কথা থাকলেও ধানের শীষ প্রার্থী শফিকুর রহমান ভূঁইয়ার মৃত্যুতে নির্বাচন কমিশন মেয়র পদে নির্বাচন বাতিল করেছেন। তবে পৌরসভার ১৫টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার দিনভর ধানের শীষের প্রার্থী শফিকুর রহমান ভূঁইয়া নির্বাচনী এলাকায় গণসংযোগ করেন । রাতে নেতৃবৃন্দের সাথে নির্বাচনী কৌশল নিয়ে মতবিনিময় করেন। এ সময় হঠাৎ তিনি অসুস্থতা বোধ করলে স্থানীয় প্রিমিয়ার হসপিটালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার জানান, হাসপাতালে নেওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেছেন। দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক শফিকুর রহমান ভূঁইয়া তিন দশকের অধিক সময় ধরে বিএনপির রাজনীতি সাথে সম্পৃক্ত। তিনি চাঁদপুর পৌরসভার চেয়ারম্যান হিসেবে ইতিপূর্বে সফলতার স্বাক্ষর রেখেছেন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • চাঁদপুর সদর এর আরও খবর
error: Content is protected !!