• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২ মার্চ, ২০২০
সর্বশেষ আপডেট : ১২ মার্চ, ২০২০

হাজীগঞ্জে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনে ১১টি ইউনিয়নের উন্নয়ন সমন্বয় কমিটি ঘোষণা

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

গাজী মহিনউদ্দিন:
হাজীগঞ্জ উপজেলার ওয়ার্ড পর্যায়ে উন্নয়ন সমন্বয় কমিটি গঠনকল্পে ১১টি ইউনিয়নে উন্নয়ন সমন্বয় প্রস্তুতি কমিটি ঘোষণা করেছে উপজেলা উন্নয়ন কমিটি। চাঁদপুর-৫ হাজীগঞ্জ শাহরাস্তির সংসদ সদস্য, নৌ-পরিবহন মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপির পরামর্শক্রমে হাজীগঞ্জ উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার, যুগ্ম প্রধান সমন্বয়ক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন, উপজেলা উন্নয়ন সমন্বয়ক কমিটির সদস্য ও উপজেলা যুবলীগের পক্ষে আহবায়ক মো. মাসুদ ইকবাল এবং যুগ্ম-আহবায়ক জাকির হোসেন সোহেল স্বাক্ষরিত পত্রে উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১১টি ইউনিয়নে উন্নয়ন সমন্বয়ক কমিটি ঘোষণা করা হয়। রামপুর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনের কারণে ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন উন্নয়ন সমন্বয়ক কমিটি ঘোষণা করা হয়নি বলে জানায় উপজেলা উন্নয়ন সমন্বয়ক কমিটির সদস্য ও দপ্তর প্রধান ও বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন।
১নং রাজারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল হাদী মিয়াকে ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক করে কমিটি ঘোষণা করা হয়। আগামী ২৪ মার্চের মধ্যে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করে উপজেলা কমিটির নিকট জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।
২নং বাকিলা ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. বিল্লাল হোসেন মজুমদার, যুগ্ম-আহবায়ক শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ওয়াহিদুজ্জামান পাটওয়ারী। এ কমিটি সদস্য ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল খালেক মিয়া, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম চৌধুরী, উপজেলা যুবলীগের সদস্য নজরুল ইসলাম নজু, নাজমুল আহসান নয়ন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. অমল কান্তি ধর, আওয়ামী লীগ নেতা আবদুল খালেক, ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইব্রাহিম খাঁন রনি, যুগ্ম-আহবায়ক মোজাম্মেল হক বাবুসহ ১২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
৩নং কালচোঁ উত্তর ইউনিয়ন উন্নয়ন সমন্বয়ক কমিটির আহবায়ক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মানিক হোসেন প্রধানিয়া। এ কমিটির সদস্য ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন মজুমদার, যুগ্ম আহবায়ক জেলা পরিষদের সদস্য মো. বিল্লাল হোসেন, সদস্য ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক কাজী আনোয়ার হোসেন, যুগ্ম-আহবায়ক আওয়ামী লীগ নেতা মো. মনির মাষ্টার, সদস্য ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।
৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়নে উন্নয়ন সমন্বয় কমিটির ইউপি পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শফিকুল ইসলাম মীর কে আহবায়ক, যুগ্ম-আহবায়ক উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক রেজাউল করিম মিন্টু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন সবুজ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইউসুফ প্রধানিয়া সুমন। এ কমিটির সদস্য হলেন সদর ইউনিয়ন (পূর্ব) যুবলীগের সাবেক সভাপতি ওমর ফারুক খাঁন, সদর ইউনিয়ন (পশ্চিম) যুবলীগের সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক শাহিন মুন্সী, উপজেলা যুবলীগের সদস্য সামছুদ্দোহা সোহেল।
৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব শাহ এমরান হোসেন বাচ্চু, যুগ্ম-আহবায়ক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, আহসান হাবীব। এ কমিটির সদস্যরা হলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সম্পাদক আলহাজ্ব জাফর আহমাদ মুন্সী, ইউনিয়ন যুবলীগের সভাপতি এনায়েত করিম ইসহাক, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দিন খোকন মজুমদার, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুমন কর্মকার।
৭নং বড়কুল পশ্চিম ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন গাজী, যুগ্ম-আহবায়ক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ আবুল হাশেম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, সদস্য মনোনিত করা হয় ৭নং বড়কুল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুছ ছামাদ, ছিদ্দিকুর রহমান, আওয়ামী লীগ নেতা আবুল বাশার, ইউনিয়ন যুবলীগের সভাপতি লোটাস দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবু নাছের সুমন, উপজেলা যুবলীগের সদস্য নয়ন চৌধুরী।
৮নং হাটিলা পূর্ব ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা জলিলুর রহমান দুলাল, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন মিয়াজী, সদস্য ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, ইউনিয়ন যুবলীগের আহবায়ক রাসেল মজুমদার, যুগ্ম-আহবায়ক শাখাওয়াত হোসেন পাটওয়ারী।
৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন উন্নয়ন সমন্বয়ক কমিটির আহবায়ক ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী ফয়েজ আহম্মেদ, সদস্য ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মিলিটারি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নুরুর রহমান বেলাল, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি মুনছুর আহমেদ বিপ্লব, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম র‌্যাব।
১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটির আহবায়ক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন বাচ্চু, যুগ্ম-আহবায়ক উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দুলাল মিয়া, সদস্য ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম শোভন, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আবদুর রহমান চৌধুরী, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. আব্দুল আউয়াল, যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন।
১১নং হাটিলা পূর্ব ইউনিয়ন উন্নয়ন কমিটির আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির লিটন, সদস্য হলেন ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একেএম মজিবুর রহমান, সাধারণ সম্পাদক রাসেল পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা শাহজালাল মজুমদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মুশু, উপজেলা যুবলীগের সদস্য আমিনুল ইসলাম বাবলু, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. হাছান বকাউল, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন মিশু, আওয়ামী লীগ নেতা শামীম ভূঁইয়া।
১২নং দ্বাদশগ্রাম ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক বিশিষ্ট আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা আবদুর রহমান রব মিয়া (খোকন বিএসসি), যুগ্ম-আহবায়ক ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি খাদিজা আক্তার, সদস্যরা হলেন ইউপি চেয়ারম্যান মো. খোরশেদ বকাউল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মিয়া, আওয়ামী লীগ কেন্দ্রী উপ-কমিটির সাবেক সদস্য আবু কাউছার মোল্লা, সাবেক ছাত্র নেতা বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ে মো. জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি ইউনিয়ন যুবলীগের মো. ছিদ্দিকুর রহমান, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ইউসুফ।
এ কমিটির মাধ্যমে প্রত্যেকটি ওয়ার্ডে উন্নয়ন সমন্বয়ক কমিটি গঠন করে উপজেলা উপজেলা উন্নয়ন সমন্বয়ক কমিটির নিকট প্রদান করার নিদের্শ দেওয়া হয়। ওয়ার্ড পর্যায়ে উন্নয়ন সমন্বয় কমিটি গঠনের পর পরই আগামী চার বছরের জন্য ইউনিয়ন উন্নয়ন কমিটি গঠন করা হবে। এ কমিটির মাধ্যমে পর্যাক্রমে ওয়ার্ড পর্যায়ে চাঁদপুর-৫ হাজীগঞ্জ শাহরাস্তির সংসদ সদস্য, নৌ-পরিবহন মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপির সকল উন্নয়নমূলক কর্মকান্ড সম-বন্টন এবং সচ্চতার মাধ্যমে পরিচালনা করা হবে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • হাজীগঞ্জ এর আরও খবর
error: Content is protected !!