• ঢাকা
  • শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ মার্চ, ২০২০
সর্বশেষ আপডেট : ১ মার্চ, ২০২০

মতলবে জাতীয় বীমা দিবসে র‌্যালী ও আলোচনা সভা

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

মতলব প্রতিনিধি:

প্রথমবারের মতো ১ মার্চ সারা দেশ ব্যাপী মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জাতীয় বীমা দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়।

পরে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে এবং সাংবাদিক শ্যামল চন্দ্র দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন।

অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রিয়াদুল আলম রিয়াদ, মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানীর মতলব শাথার ব্যবস্থাপক মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মতলব ইন্সুরেন্স ফোরামের আহবায়ক ও পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানীর মতলব শাখার সহকারী প্রকল্প পরিচালক শামীম হোসেন মিয়াজী। এসময় উপজেলার ৯টি ইন্সুরেন্স কোম্পানীর প্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • মতলব দক্ষিণ এর আরও খবর
error: Content is protected !!